মোহনবাগান সুপার জায়ান্ট। —ফাইল চিত্র।
লাল কার্ড দেখলেন হামিল। দু’বার হলুদ কার্ড দেখলেন তিনি।
ছাংতে একটি গোল শোধ করলেন। দীপক টাংরি প্রথমে ছাংতের জামা টেনে ধরেছিলেন। ফ্রি কিক পেয়েছিল মুম্বই। নিফ ফ্রি কিক থেকে বল ভাসিয়ে দেন বক্সের মধ্যে। কর্নার পেয়ে যায় মুম্বই। কর্নার থেকে আসা বল জালে জড়িয়ে দেন ছাংতে।
গোল করলেন জেসন কামিন্স। ৮০ মিনিটের মাথায় দ্বিতীয় গোল বাগানের। মুম্বইয়ের বিরুদ্ধে মাঝমাঠে বল পেয়েছিলেন পেত্রাতোস। তিনি বল তুলে দিয়েছিলেন কামিন্সকে লক্ষ্য করে। মুম্বইয়ের রক্ষণভাগ তখন অনেকটাই এগিয়ে এসেছে। কামিন্স বল ধরে যথেষ্ট সময় পান। দেখে শুনে বল জালে জড়িয়ে দেন তিনি।
মোহনবাগানের দীপক টাংরি এবং মুম্বইয়ের ভান নিফ বলের দখল নেওয়ার জন্য শরীর ছুড়ে দেন। দীপকের পা বলে থাকলেও নিফ মারেন দীপকের পায়ে। রেফারি হলুদ কার্ড দেখান নিফকে। তর্ক করার জন্য মুম্বইয়ের দিয়াজ়ও হলুদ কার্ড দেখেন।
মুম্বই তুলে নিল মেহতাব সিংহ এবং নগুয়েরাকে। সেই জায়গায় নামলেন হ্যামিংথান মাওয়াইয়া এবং জয়েশ রানে।
দুই দলই চাইছে মাঝমাঠের দখল নিতে। মোহনবাগান সময় নষ্টের চেষ্টা করছে। এক গোলে এগিয়ে থাকার সুবিধা নিতে চাইছে তারা। আক্রমণে ওঠার চেষ্টা করছে মুম্বই। কিন্তু মোহনবাগানের রক্ষণ ভাগ জায়গা দিচ্ছে না। তবে এখনও ২৫ মিনিট খেলা বাকি। তাই মুম্বই গোল শোধ করতে মরিয়া।
সাদিকু এবং কাউকোকে তুলে নেওয়া হল। সেই জায়গায় নামলেন কামিন্স এবং হামিল।
তিরিকে বসিয়ে দিল মুম্বই। সেই জায়গায় নামলেন ইয়াকুব ভজতাস।
৫৭ মিনিটে অভিষেক সূর্যবংশীকে তুলে দীপক টাংরিকে নামাল মোহনবাগান।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল মুম্বইয়ের সামনে। বিপিন আক্রমণে উঠেছিলেন। কিন্তু তাঁর আক্রমণ ধাক্কা খায় মোহনরক্ষণে।
এক গোলে এগিয়েই প্রথমার্ধ শেষ করল মোহনবাগান। লিস্টনের করা একমাত্র গোলে এগিয়ে তারা।
গোল করার সুযোগ নষ্ট করলেন ছাংতে। পেরেদা দিয়াজ় বল ক্রস তুলেছিলেন ছাংতের উদ্দেশে। কিন্তু সেই বলে ঠিক মতো বল পায়ে লাগাতে পারেননি ছাংতে। সহজ সুযোগ নষ্ট করলেন তিনি।
মনবীর পৌঁছে গিয়েছিলেন বিপক্ষের গোলের কাছে। কিন্তু বল জালের মধ্যে রাখতে পারেননি।
হলুদ কার্ড দেখলেন মনবীর। বিপক্ষের ফুটবলারকে আটকাতে গিয়ে ফাউল করে ফেললেন তিনি।
মোহনবাগান সমর্থকেরা যুবভারতী প্রায় ভরিয়ে দিয়েছেন। প্রায় ৪৫ হাজার মানুষ খেলা দেখতে এসেছেন। তাঁরা সকলেই মোহনবাগান সমর্থক। লিস্টনের গোলে বাগান এগিয়ে যেতেই তাঁরা আনন্দে মেতে উঠলেন।
গোল করলেন লিস্টন কোলাসো। মুম্বই সিটির বিরুদ্ধে এগিয়ে গেল বাগান। বক্সের বাঁদিকে বল পেয়েছিলেন লিস্টন। তাঁর সামনে ছিলেন বিপিন সিংহ। কিন্তু ডানদিকে ফেলে বাঁদিকে বল কাটিয়ে নিয়েই বল জালে জড়িয়ে দেন লিস্টন।
বল পেয়েছিলেন অনিরুদ্ধ থাপা। ক্রস দিয়েছিলেন লিস্টন কোলাসোকে। হেডও করেছিলেন তিনি। কিন্তু বল লাগে পোস্টে। ২০ মিনিটের মাথায় এগিয়ে যেতে পারত মোহনবাগান। গোলশূন্য চলছে মুম্বই-মোহনবাগান ম্যাচ।