ISL 2023-24

আইএসএল ফাইনালে ঘরের মাঠে এগিয়ে থেকেও কী ভাবে হারল মোহনবাগান

আইএসএলে লিগ-শিল্ড জিতেছে মোহনবাগান। এ বার ট্রফি জেতার লক্ষ্যে তারা। প্রতিপক্ষ সেই মুম্বই সিটি এফসি। লিগ-শিল্ডের লড়াইয়ে হারের বদলা নেওয়ার সুযোগ তাদের সামনে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৪ মে ২০২৪ ১৯:৩১
Share:

মোহনবাগান-মুম্বই ম্যাচের একটি মুহূর্ত। ছবি: এক্স।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৪ মে ২০২৪ ২১:৩১ key status

হারল মোহনবাগান

এগিয়ে থেকেও ফাইনালে ১-৩ গোলে হারল মোহনবাগান। আইএসএল ট্রফি জিতল মুম্বই। 

শেষ আপডেট: ০৪ মে ২০২৪ ২১:৩১ key status

৯৩ মিনিট। গো-ও-ও-ও-ও-ও-ও-ল

সংযুক্তি সময়ে তৃতীয় গোল খেল মোহনবাগান। মুম্বইয়ের জার্সিতে নিজের প্রথম গোল করলেন ইয়াকুব। 

Advertisement
শেষ আপডেট: ০৪ মে ২০২৪ ২১:১৪ key status

৮১ মিনিট। গো-ও-ও-ও-ও-ও-ও-ও-ও-ল

জঘন্য রক্ষণ মোহনবাগানের। ভুল করলেন গোলরক্ষক বিশাল কাইথও। রক্ষণের ভুলে গোল করে গেলেন পরিবর্ত হিসাবে নামা বিপীন সিংহ। এগিয়ে গেল মুম্বই। 

শেষ আপডেট: ০৪ মে ২০২৪ ২১:১১ key status

৮০ মিনিট। খেলার গতি কিছুটা মন্থর

খেলা যত নির্ধারিত সময়ের শেষ দিকে এগোচ্ছে তত খেলার গতি মন্থর হয়ে পড়ছে। বেশির ভাগ ফুটবলার ক্লান্ত হয়ে পড়ছেন। বাধ্য হয়ে কয়েক জন ফুটবলার বদলও করতে হয়েছে দু’দলের কোচকে। 

Advertising
Advertising
শেষ আপডেট: ০৪ মে ২০২৪ ২০:৪৬ key status

৫৩ মিনিট। গো-ও-ও-ও-ও-ও-ও-ও-ল

বিরতির পরেই সমতা ফেরাল মুম্বই। নগুয়েরার বল ধরে বক্সে ঢোকেন পেরেরা দিয়াজ়। তাঁর সামনে থাকলেও বল বার করতে পারেননি মনবীর। দিয়াজ়ের শট গোলে ঢুকছিল। শেষ মুহূর্তে বার করার করেন হেক্টর। তিনিও পারেননি। বল জালে জড়িয়ে যায়। 

শেষ আপডেট: ০৪ মে ২০২৪ ২০:১৮ key status

৪৩ মিনিট। গো-ও-ও-ও-ও-ও-ও-ও-ও-ল

খেলার গতির বিপরীতে এগিয়ে গেল মোহনবাগান। প্লে-অফের দ্বিতীয় পর্বে জেসন কামিংস যে ভাবে গোল করেছিলেন ঠিক তার রিপ্লে দেখা গেল। বক্সের বাইরে বল পেয়ে গোল লক্ষ্য করে শট মারেন দিমিত্রি পেত্রাতোস। লাচেংপা প্রথম বারে বল বার করতে পারেননি। ফিরতি বল লক্ষ্য করে বাঁ পায়ে টোকায় গোল করেন কামিংস। এগিয়ে যায় মোহনবাগান। 

শেষ আপডেট: ০৪ মে ২০২৪ ২০:১৪ key status

৪১ মিনিট। প্রথম সুযোগ মোহনবাগানের

প্রথমার্ধের শেষে গিয়ে প্রথম সুযোগ পেল মোহনবাগান। অনিরুদ্ধ থাপার থেকে বল পেয়ে বক্সে ঢোকেন লিস্টন কোলাসো। প্রথম পোস্ট দিয়ে গোল করার চেষ্টা করেন তিনি। কিন্তু তাঁর শট বাঁচিয়ে দেন মুম্বই গোলরক্ষক পূর্বা লাচেংপা। 

শেষ আপডেট: ০৪ মে ২০২৪ ২০:১১ key status

৩৮ মিনিট। ছাংতের শট আবার পোস্টে লেগে ফিরল

মোহনবাগানকে আবার বাঁচাল পোস্ট। এ বার বিক্রম প্রতাপ সিংহের থেকে বল পেয়ে শট মারেন ছাংতে। বিশাল বলের নাগাল পাননি। বল পোস্টে লেগে ফেরে। সেই বলও বার করতে পারেননি বাগান ফুটবলেরার। দ্বিতীয় বারের জন্য গোলের সুযোগ চলে আসে। কোনও রকমে সেই বল বাঁচান বাগান ডিফেন্ডারেরা। 

শেষ আপডেট: ০৪ মে ২০২৪ ২০:০৪ key status

৩১ মিনিট। ছাংতের ফ্রি কিক ফিরল বারে লেগে

প্রথম গোল পেয়ে যেতে পারত মুম্বই। ছাংতের বাঁ পায়ের ফ্রি কিকের নাগাল পাননি বিশাল কাইথ। কিন্তু ভাগ্য ভাল ছিল বাগানের। বল বারে লেগে ফেরে। তার পরেও আক্রমণ কমায়নি মুম্বই। বাগানের অর্ধেই হচ্ছে পুরো খেলা। 

শেষ আপডেট: ০৪ মে ২০২৪ ২০:০১ key status

৩০ মিনিট। মুম্বইয়ের পেনাল্টি দিলেন না রেফারি

গত ১০ মিনিট ধরে একের পর এক আক্রমণ করছে মুম্বই। চাপে বাগান রক্ষণ। বক্সের মধ্যে একটি বল হাতে লাগে হেক্টর ইয়ুস্তের। পেনাল্টির আবেদন করেন মুম্বই ফুটবলারেরা। কিন্তু রেফারি পেনাল্টি দেননি। বেঁচে গেল মোহনবাগান। 

শেষ আপডেট: ০৪ মে ২০২৪ ১৯:৫৩ key status

২০ মিনিট। গোলশূন্য চলছে খেলা

এখনও কোনও দল গোল করতে পারেনি। মুম্বই বেশি আক্রমণ করেছে। কিন্তু গোলের সুযোগ তৈরি করতে পারেনি তারা। অন্য দিকে মোহনবাগান কিছুটা রক্ষণাত্মক খেলছে। এখনও তেমন ভাবে আক্রমণে উঠতে পারেনি তারা। 

শেষ আপডেট: ০৪ মে ২০২৪ ১৯:৪৩ key status

১০ মিনিট। ছন্নছাড়া ফুটবল দু’দলেরই

প্রথম ১০ মিনিটে কোনও দলই ভাল আক্রমণ তুলে আনতে পারেনি। বলের নিয়ন্ত্রণ রাখতে পারছে না তারা। কিছুটা ছন্নছাড়া ফুটবল হচ্ছে যুবভারতীতে। মাঝমাঠেই খেলা আটকে রয়েছে। 

শেষ আপডেট: ০৪ মে ২০২৪ ১৯:৩৬ key status

খেলা শুরু

নির্ধারিত সময়েই শুরু হয়েছে খেলা। দু’দলই শুরুতে গোল তুলে নেওয়ার চেষ্টা করছে। 

শেষ আপডেট: ০৪ মে ২০২৪ ১৮:৪৪ key status

মোহনবাগানের প্রথম একাদশ

বিশাল কাইথ, আনোয়ার আলি, অনিরুদ্ধ থাপা, জনি কাউকো, দিমিত্রি পেত্রাতোস, মনবীর সিংহ, শুভাশিস বসু, লিস্টন কোলাসো, দীপক টাংরি, হেক্টর ইয়ুস্তে, জেসন কামিংস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement