সুনীল ছেত্রী। — ফাইল চিত্র।
সুনীলের শেষ ম্যাচে কুয়েতের বিরুদ্ধে জয় অধরা ভারতের। গোল করতে পারল না কোনও দলই।
এখনও গোল হয়নি। কুয়েতের রক্ষণে চাপ আরও বৃদ্ধির চেষ্টা করছেন সুনীলেরা।
গোল করতে পারেনি কোনও দল। চাপ বৃদ্ধির চেষ্টা করছেন সুনীলেরা। পর পর তিনটি কর্নার পেল ভারত।
আল রশিদির ডান পায়ের শট আটকে দিলেন গুরপ্রীত। সুনীলের শেষ ম্যাচে চেনা ফর্মে ভারতের গোলরক্ষক।
কয়েক সেকেন্ডের ব্যবধানে পাল্টা আক্রমণে গোলের সুযোগ পেয়েছিল ভারতও। ব্যর্থ হল প্রচেষ্টা।
দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই কুয়েতের সুলেমানির শট আটকে দলের পতন রুখলেন গুরপ্রীত।
ভারত-কুয়েত ম্যাচ প্রথমার্ধ গোলশূন্য। দু’দলই গোল করার একাধিক সুযোগ পেয়েছিল। কিন্তু কাজে লাগাতে পারেননি ফুটবলারেরা।
প্রথমার্ধ প্রায় শেষের দিকে। এখনও গোল করতে পারলেন না সুনীলেরা। কিছুটা উদ্বিগ্ন দেখাচ্ছে কোচ স্তিমাচকে।
আক্রমণ-প্রতিআক্রমণে জমে উঠেছে খেলা। যদিও গোল করতে পারেননি কোনও দলই। সুনীল বল পেলেই গর্জন করছে যুবভারতীর গ্যালারি।
প্রথম ৩০ মিনিটে গোল করতে পারল না কোনও দলই। গোল না পেয়ে হতাশা বাড়ছে কুয়েতের ফুটবলারদের। কিছুটা গাজোয়ারি ফুটবল খেলার চেষ্টা করছেন তাঁরা।
একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে গোল করতে পারল না কুয়েত।
আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে ভারতীয় দল। মূলত প্রতি আক্রমণাত্মক ফুটবল খেলছেন সুনীলেরা।
অনিরুদ্ধ থাপার করা কর্নার থেকে ফাঁকায় বল পেয়েছিলেন আনোয়ার আলি। তাঁর হেড অল্পের জন্য বাইরে চলে গেল। এটাই ম্যাচে ভারতের প্রথম সুযোগ।
প্রথম মিনিট থেকেই মাঝ মাঠের দখল নেওয়ার চেষ্টা করছেন কুয়েতের ফুটবলারেরা। দ্বিতীয় মিনিটেই গোল করার সহজ সুযোগ হারালেন কুয়েতের মহম্মদ আহাম।