Sunil Chhetri

সুনীলের শেষ ম্যাচে জয় অধরা ভারতের, কুয়েতের বিরুদ্ধে যে ভাবে খেলল স্তিমাচের দল

দেশের হয়ে ১৫০টি ম্যাচ খেলেছেন সুনীল। যুবভারতীতে কুয়েতের বিরুদ্ধে খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন ভারতীয় দলের অধিনায়ক। কলকাতার দুই প্রধানের হয়েও খেলেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৬ জুন ২০২৪ ১৮:৫৯
Share:

সুনীল ছেত্রী। — ফাইল চিত্র।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৬ জুন ২০২৪ ২১:০৩ key status

শেষ ভারত-কুয়েত ম্যাচ

সুনীলের শেষ ম্যাচে কুয়েতের বিরুদ্ধে জয় অধরা ভারতের। গোল করতে পারল না কোনও দলই।

শেষ আপডেট: ০৬ জুন ২০২৪ ২০:৫৭ key status

সুযোগ নষ্ট ভারতের

গোল করার সহজ সুযোগ নষ্ট করলেন রহিম আলি।

Advertisement
শেষ আপডেট: ০৬ জুন ২০২৪ ২০:৫৬ key status

৯০ মিনিট শেষ

এখনও গোলশূন্য খেলা। ৭ মিনিট ইনজুরি টাইম দিয়েছেন রেফারি।

শেষ আপডেট: ০৬ জুন ২০২৪ ২০:৪৭ key status

৮০ মিনিট শেষ

এখনও গোল হয়নি। কুয়েতের রক্ষণে চাপ আরও বৃদ্ধির চেষ্টা করছেন সুনীলেরা।

Advertising
Advertising
শেষ আপডেট: ০৬ জুন ২০২৪ ২০:৩৮ key status

পরিবর্তন ভারতের

লিস্টন কোলাসোর পরিবর্তে মনবীর সিংহকে নামালেন স্তিমাচ।

শেষ আপডেট: ০৬ জুন ২০২৪ ২০:৩৭ key status

৭০ মিনিট খেলা শেষ

এখনও গোল করতে পারেনি কোনও দল।

শেষ আপডেট: ০৬ জুন ২০২৪ ২০:২৫ key status

৬০ মিনিট শেষ

গোল করতে পারেনি কোনও দল। চাপ বৃদ্ধির চেষ্টা করছেন সুনীলেরা। পর পর তিনটি কর্নার পেল ভারত।

শেষ আপডেট: ০৬ জুন ২০২৪ ২০:১৮ key status

আবার বাঁচালেন গুরপ্রীত

আল রশিদির ডান পায়ের শট আটকে দিলেন গুরপ্রীত। সুনীলের শেষ ম্যাচে চেনা ফর্মে ভারতের গোলরক্ষক।

শেষ আপডেট: ০৬ জুন ২০২৪ ২০:১৪ key status

গোলের সুযোগ নষ্ট ভারতের

কয়েক সেকেন্ডের ব্যবধানে পাল্টা আক্রমণে গোলের সুযোগ পেয়েছিল ভারতও। ব্যর্থ হল প্রচেষ্টা।

শেষ আপডেট: ০৬ জুন ২০২৪ ২০:১৩ key status

অনবদ্য সেভ গুরপ্রীতের

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই কুয়েতের সুলেমানির শট আটকে দলের পতন রুখলেন গুরপ্রীত।

শেষ আপডেট: ০৬ জুন ২০২৪ ১৯:৫৫ key status

প্রথমার্ধ শেষ

ভারত-কুয়েত ম্যাচ প্রথমার্ধ গোলশূন্য। দু’দলই গোল করার একাধিক সুযোগ পেয়েছিল। কিন্তু কাজে লাগাতে পারেননি ফুটবলারেরা।

শেষ আপডেট: ০৬ জুন ২০২৪ ১৯:৫০ key status

উদ্বিগ্ন দেখাচ্ছে স্তিমাচকে

প্রথমার্ধ প্রায় শেষের দিকে। এখনও গোল করতে পারলেন না সুনীলেরা। কিছুটা উদ্বিগ্ন দেখাচ্ছে কোচ স্তিমাচকে।

শেষ আপডেট: ০৬ জুন ২০২৪ ১৯:৪৬ key status

৪০ মিনিট খেলা শেষ

আক্রমণ-প্রতিআক্রমণে জমে উঠেছে খেলা। যদিও গোল করতে পারেননি কোনও দলই। সুনীল বল পেলেই গর্জন করছে যুবভারতীর গ্যালারি।

শেষ আপডেট: ০৬ জুন ২০২৪ ১৯:৩৪ key status

৩০ মিনিট খেলা শেষ

প্রথম ৩০ মিনিটে গোল করতে পারল না কোনও দলই। গোল না পেয়ে হতাশা বাড়ছে কুয়েতের ফুটবলারদের। কিছুটা গাজোয়ারি ফুটবল খেলার চেষ্টা করছেন তাঁরা।

শেষ আপডেট: ০৬ জুন ২০২৪ ১৯:২৯ key status

আবার সুযোগ নষ্ট কুয়েতের

একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে গোল করতে পারল না কুয়েত।

শেষ আপডেট: ০৬ জুন ২০২৪ ১৯:১৯ key status

চাপ বাড়াচ্ছে ভারত

আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে ভারতীয় দল। মূলত প্রতি আক্রমণাত্মক ফুটবল খেলছেন সুনীলেরা।

শেষ আপডেট: ০৬ জুন ২০২৪ ১৯:১৬ key status

১১ মিনিটে সুযোগ নষ্ট ভারতের

অনিরুদ্ধ থাপার করা কর্নার থেকে ফাঁকায় বল পেয়েছিলেন আনোয়ার আলি। তাঁর হেড অল্পের জন্য বাইরে চলে গেল। এটাই ম্যাচে ভারতের প্রথম সুযোগ।

শেষ আপডেট: ০৬ জুন ২০২৪ ১৯:০৮ key status

গোলের সুযোগ নষ্ট কুয়েতের

প্রথম মিনিট থেকেই মাঝ মাঠের দখল নেওয়ার চেষ্টা করছেন কুয়েতের ফুটবলারেরা। দ্বিতীয় মিনিটেই গোল করার সহজ সুযোগ হারালেন কুয়েতের মহম্মদ আহাম।

শেষ আপডেট: ০৬ জুন ২০২৪ ১৮:৫৫ key status

শুরু খেলা

যুবভারতীতে ভারত-কুয়েত খেলা শুরু। শেষ বার ভারতীয় দলের নেতৃত্বে সুনীল। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement