লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।
লিয়োনেল মেসিকে বক্সিং ম্যাচে মুখোমুখি হওয়ার জন্য একাধিক বার আমন্ত্রণ জানিয়েছিলেন লোগান পল। ইউটিউবার থেকে বক্সার হওয়া পলের আমন্ত্রণের কখনও কোনও জবাব দেননি লিয়ো। তার পর পল বক্সিং লড়ার জন্য চ্যালেঞ্জ জানান মেসির দেহরক্ষী ইয়াসিন চেউকোকে। তাঁর সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন চেউকো।
গত সপ্তাহে সমাজমাধ্যমে অনুশীলনের ভিডিয়ো দেন পল। সেই ভিডিয়োয় তাঁকে পাঞ্চিং ব্যাগে ঘুষি মারতে দেখা যায়। সেই ভিডিয়োয় চেউকোকে লড়াইয়ে আমন্ত্রণ জানান। বিতর্কের শুরু বিজ্ঞাপন ঘিরে। মেসি একটি পানীয়ের (এনার্জি ড্রিঙ্ক) বিজ্ঞাপন করেন। পলও একই ধরনের অন্য একটি পানীয়ের মুখ। পল যে সংস্থার হয়ে প্রচার করেন, সেই সংস্থার দাবি তাঁদের বিজ্ঞাপন নকল করা হয়েছে মেসির বিজ্ঞাপনে। মেসি যে সংস্থার পণ্যের প্রচার করেন, তারা এই অভিযোগ মানতে নারাজ। দুই সংস্থাই নিজেদের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। আইনি লড়াইয়ের মাঝেই মেসিকে বক্সিং লড়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন পল। তিনি বলেছিলেন, মেসি তাঁকে হারাতে পারলে মামলা প্রত্যাহার করে নেওয়া হবে।
আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক কিছু না বললেও পলকে আইনি নোটিশ পাঠান চেউকো। বলেন, মেসির পরিবর্তে তিনি লড়াই করবেন। তার পরই পুয়োর্তো রিকোয় লড়াইয়ের জন্য চেউকোকে আমন্ত্রণ জানিয়েছেন পল। একই সঙ্গে জুড়ে দিয়েছেন একটি শর্ত। তা হল, চেউকো লড়াইয়ে হেরে গেলে তাঁকে পলের বিজ্ঞাপিত পানীয় খেতে হবে প্রকাশ্যে।