la liga

La Liga 2022-23: লা লিগার সূচি প্রকাশিত, কবে খেলতে নামবে রিয়াল-বার্সা

প্রকাশিত হল আগামী মরসুমের লা লিগার সূচি। ১৪ অগস্ট থেকে শুরু হবে প্রতিযোগিতা। প্রথম দিনই মাঠে নামবে ২০টি দল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৪ জুন ২০২২ ১৫:৩০
Share:

রিয়ালের হয়ে আবার মাঠে নামবেন বেঞ্জেমা। ফাইল চিত্র

স্পেনের ঘরোয়া লিগ লা লিগার আগামী মরসুমের সূচি প্রকাশিত হল। ১৪ অগস্ট থেকে শুরু হতে চলেছে মরসুম। প্রথম দিনই মাঠে নামবে লিগের ২০টি দল।

Advertisement

গত বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ প্রথম ম্যাচে খেলতে যাবে আলমেইরা। অন্য দিকে বার্সেলোনা নিজেদের ঘরের মাঠে খেলবে রায়ো ভায়েকানোর বিরুদ্ধে। আতলেতিকো মাদ্রিদ মুখোমুখি হবে গেতাফের। প্রথম দিনের বাকি ম্যাচগুলি হল, কাডিজ বনাম রিয়াল সোসিয়েদাদ, ভায়াদোলিদ বনাম ভিয়ারিয়াল, ওসাসুনা বনাম সেভিয়া, সেল্টা ভিগো বনাম এস্প্যানিয়ল, অ্যাথলেটিক ক্লাব বনাম মায়োর্কা, ভ্যালেন্সিয়া বনাম জিরোনা ও রিয়াল বেটিস বনাম এলচে।

আগামী মরসুমে প্রথম এল ক্লাসিকো হবে সান্তিয়াগো বের্নাবাউতে। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে তাদের মুখোমুখি হবে বার্সা। গত বারের দু’টি এল ক্লাসিকোতে একটি করে ম্যাচ জিতেছিল রিয়াল ও বার্সা। দু’দলই নিজেদের ঘরের মাঠে হেরেছিল। এ বার ঘরের মাঠে এল ক্লাসিকো জিততে চাইছে গত বারের লা লিগা চ্যাম্পিয়নরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement