কিলিয়ান এমবাপে। ছবি: রয়টার্স।
লেগানেসের বিরুদ্ধে জোড়া গোল কিলিয়ান এমবাপের। লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট সমান রিয়াল মাদ্রিদের। যদিও একটি ম্যাচ বেশি খেলেছেন এমবাপেরা। শনিবার রেকর্ডও গড়েছেন তিনি। ছুঁয়ে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে প্রথম মরসুমে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি এত দিন একক ভাবে ছিল পর্তুগালের রোনাল্ডোর। তিনি ৩৩টি গোল করেছিলেন। মরসুম শেষ হওয়ার আগেই ৩৩টি গোল করে ফেলেছেন এমবাপে। তাঁর কাছে সুযোগ রয়েছে রোনাল্ডোকে টপকে যাওয়ার। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে ৩৩টি গোল করেছেন এমবাপে।
২০০৯-১০ সালে রোনাল্ডো যোগ দিয়েছিলেন মাদ্রিদে। সেই বছর ৩৩টি গোল করে রেকর্ড গড়েছিলেন তিনি। তাঁর আগে এই রেকর্ড ছিল ব্রাজিলের রোনাল্ডো নাজারিয়োর নামে। তিনি ২০০২-০৩ সালে যোগ দিয়ে প্রথম মরসুমে ৩০টি গোল করেছিলেন। তবে সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি যদিও এখনও রোনাল্ডোর নামে। তিনি ৪৫০টি গোল করেছেন।
ম্যাচ জিতে এমবাপে বলেন, “খুবই স্পেশ্যাল এটা আমার কাছে। রোনাল্ডোর সঙ্গে এক জায়গায় নাম থাকলে ভাল লাগে। মাদ্রিদ এবং আমার জন্য ও কত বড় ফুটবলার তা সকলে জানে। আমাকে সব সময় পরামর্শ দেয় ও। আমাদের এ বার ট্রফি জয়ের দিকে নজর দিতে হবে।”
ম্যাচে প্রথম গোলটি পেনাল্টি থেকে করেছিলেন এমবাপে। কিন্তু এক মিনিটের মাথায় লেগানেসের হয়ে দিয়েগো গার্সিয়া সেই গোল শোধ করে দেন। ৪১ মিনিটে ব্যবধান বৃদ্ধি করেন লেগানেসের দানি রাবা। প্রথমার্ধে ১-২ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধ করে দেন জুড বেলিংহ্যাম। মাদ্রিদের হয়ে জয়সূচক গোলটি করেন এমবাপেই। ৭৬ মিনিটের মাথায় গোল করেন তিনি।
অন্য দিকে, চোট সারিয়ে মাঠে ফিরেছেন লিয়োনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে গোলও করেছেন তিনি। শনিবার ইন্টার মায়ামি ২-১ গোলে হারিয়ে দেয় ফিলাডেলফিয়া ইউনিয়নকে। একটি গোল করেন পরিবর্ত হিসাবে খেলতে নামা মেসি।