ISL 2024-25

আইএসএলের প্লে-অফের সূচি ঘোষিত, ফাইনাল ও মোহনবাগানের দু’টি সেমিফাইনাল কবে?

ঘোষিত হল আইএসএলের প্লে-অফের সূচি। জানা গেল ফাইনালের দিন। মোহনবাগানের দু’টি সেমিফাইনালের তারিখও ঘোষিত। মোহনবাগান কবে খেলবে যুবভারতীতে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১২:৫৭
Share:

আইএসএল ট্রফির সঙ্গে মোহনবাগানের জেমি ম্যাক্লারেন ও শুভাশিস বসু। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ঘোষিত হল আইএসএলের প্লে-অফের সূচি। ফাইনাল ১২ এপ্রিল। মোহনবাগানের দু’টি সেমিফাইনাল ৩ ও ৭ এপ্রিল। এর মধ্যে ৩ এপ্রিল অ্যাওয়ে ম্যাচ। ৭ তারিখ মোহনবাগান খেলবে যুবভারতীতে।

Advertisement

প্লে-অফ পর্ব শুরু হবে ২৯ ও ৩০ মার্চ। এর পর ২ ও ৩ এপ্রিল এবং ৬ ও ৭ এপ্রিল দুই পর্বের সেমিফাইনাল হবে। ফাইনাল ম্যাচটি হবে ১২ এপ্রিল, শনিবার। যে হেতু মোহনবাগান শীর্ষে থেকে এবং গোয়া দ্বিতীয় স্থানে থেকে লিগ-পর্ব শেষ করেছে, তাই এই দু’টি দল সরাসরি সেমিফাইনালে খেলবে।

২৯ মার্চ প্রথম নকআউট ম্যাচে খেলবে বেঙ্গালুরু ও মুম্বই। এই ম্যাচ হবে বেঙ্গালুরুতে। পরের দিন দ্বিতীয় নকআউটে মুখোমুখি নর্থইস্ট ইউনাইটেড এবং জামশেদপুর। এটি নর্থইস্টের হোম ম্যাচ।

Advertisement

২ এপ্রিল প্রথম সেমিফাইনালে গোয়া খেলবে বেঙ্গালুরু ও মুম্বই ম্যাচের বিজয়ীর সঙ্গে। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগানকে খেলতে হবে নর্থইস্ট ও জামশেদপুরের বিজয়ীর সঙ্গে। দু’টি ম্যাচই যথাক্রমে গোয়া ও মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। গোয়ার মাঠে ফিরতে লেগের সেমিফাইনাল ৬ এপ্রিল। যুবভারতীতে মোহনবাগানের ফিরতি লেগের সেমিফাইনাল ৭ এপ্রিল। ১২ এপ্রিল ফাইনাল কোথায় হবে, তা এখনও ঠিক হয়নি। কোন দু’টি দল ফাইনালে উঠছে তার উপর নির্ভর করছে ম্যাচের কেন্দ্র।

মোহনবাগান টানা দ্বিতীয় বার লিগ শিল্ড জিতে ইতিহাস সৃষ্টি করেছে। তারা প্রথম দল হিসেবে এই কীর্তি গড়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement