মোহনবাগানের পক্ষে জয় সূচক গোলটি করলেন বুমোস। ফাইল ছবি।
আইএসএলে জয়ে ফিরল এটিকে মোহনবাগান। বুধবার ২-১ গোলে সবুজ-মেরুন ব্রিগেড হারাল এফসি গোয়াকে। মোহনবাগানের হয়ে গোল দু’টি করেন দিমিত্রি পেত্রাতোস এবং হুগো বুমোস। গোয়ার গোলদাতা আনোয়ার আলি। এই জয়ের ফলে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল মোহনবাগান।
আগের ম্যাচে নর্থ ইস্ট ইউনাই়েডের কাছে হারতে হওয়ায় বুধবারের অ্যাওয়ে ম্যাচে শুরুতে কিছুটা সতর্ক ছিল মোহনবাগান। কিছুটা প্রতি আক্রমণ নির্ভর ফুটবল দিয়ে শুরু করে জুয়ান ফেরান্দোর ছেলেরা। যদিও শুরু থেকেই বলের দখল নিজেদের পায়ে রাখার চেষ্টা করেছেন মোহনবাগানের ফুটবলাররা। ম্যাচের ৬ মিনিটেই প্রথম কর্ণার আদায় করে নেয় মোহনবাগান। বুমোসের শট একটুর জন্য বাইরে চলে যায়। প্রথম গোলের জন্য অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ৯ মিনিটেই কোণাকুণি শটে দলকে এগিয়ে দেন পেত্রাতোস। গত বছর অস্ট্রেলিয়ার বিশ্বকাপের দলে থাকা এই ফুটবলারের শট প্রথম পোস্ট দিয়ে জালে জড়িয়ে যায়। গোয়ার গোলরক্ষক ধীরজ প্রথম পোস্টেই ছিলেন। তবু শটের গতিতে পরাস্ত হন তিনি। তবু গোলটি তাঁর আটকানো উচিত ছিল।
এগিয়ে যাওয়ার পর খেলার গতি বাড়িয়ে দেন সবুজ-মেরুন ফুটবলাররা। গোয়ার ফুটবলাররা নিজেদের চেনা মাঠেও বলের নিয়ন্ত্রণ নিতে পারছিলেন না। মাঝমাঠের দখল নিয়ে নেন ফেরান্দোর ছেলেরা। গোয়ার কোনও কিছুই ঠিক মতো হচ্ছিল না। তবু খেলার গতির বিপরীতেই ২৫ মিনিটে এফসি গোয়ার হয়ে সমতা ফেরান আনোয়ার। ফ্রিকিক থেকে বল পেয়ে গোল করেন তিনি। প্রথমার্ধে আর গোল করতে পারেনি কোনও পক্ষই। যদিও গোলের সুযোগ পেয়েছিল দু’দলই।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় মোহনবাগান। দলগত প্রচেষ্টায় ম্যাচের ৫২ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন বুমোস। পেত্রাতোসের কাছ থেকে বল পেয়ে অনবদ্য গোল করেন ফরাসি স্ট্রাইকার। ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আগ্রাসী ফুটবল খেলতে শুরু করে মোহনবাগান। দ্বিতীয়ার্ধে গোলের অন্তত তিনটি সহজ সুযোগ নষ্ট করেছেন ফেরান্দোর ছেলেরা। তা না হলেও আরও বড় ব্যবধানে জিতে মাঠ ছাড়তে পারতেন তাঁরা।