ফাইল চিত্র।
আইএসএলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তি গড়লেন সুনীল ছেত্রী। শুক্রবার হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ৮৭ মিনিটে ৫০তম গোল করে বার্তোলোমেউ ওগবেচেকে (৪৯ গোল) পিছনে ফেলে দিলেন ভারত অধিনায়ক। তবে দক্ষিণের ডার্বিতে তাঁর দল বেঙ্গালুরু এফসি ১-২ হেরে গেল।
এটিকে-মোহনবাগানের কাছে আগের ম্যাচে ১-২ গোলে হেরে গিয়েছিল হায়দরাবাদ। জয়ের সরণিতে ফিরতে এ দিন শুরু থেকেই আক্রমণের ঝড় তোলেন রোহিত দানুরা। ১৬ মিনিটে হায়দরাবাদকে ১-০ এগিয়ে দেন হাভিয়ের সিভেরিয়ো। ৩০ মিনিটে সৌভিক চক্রবর্তীর পাস থেকে ২-০ করেন জোয়াও ভিক্তর। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে সুনীল ব্যবধান কমালেও বেঙ্গালুরুর হার বাঁচাতে পারেননি। এই জয়ের ফলে ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষ স্থানে রয়েছে হায়দরাবাদ। সমসংখ্যক ম্যাচ খেলে তৃতীয় স্থানে থাকা বেঙ্গালুরুর সংগ্রহে ২৩ পয়েন্ট।
টমিস্লাভের বিকল্প অনন্ত: টমিস্লাভ মর্সেলার পরিবর্তে নেপাল জাতীয় দলের ডিফেন্ডার অনন্ত তামাংকে নিচ্ছে এসসি ইস্টবেঙ্গল। চোটের কারণে দীর্ঘ দিন ধরেই মাঠের বাইরে রয়েছেন সহ-অধিনায়ক এই অস্ট্রেলীয় ডিফেন্ডার। তাঁকে ছেড়ে দেওয়া হচ্ছে।