Sunil Chhetri

কলকাতার রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেয়ে তাক লাগিয়ে দিলেন ভারতীয় দলের অধিনায়ক

কলকাতার রাস্তায় দাঁড়িয়ে অনায়াসে ফুচকা খেতে দেখা গেল ভারতীয় দলের এক অধিনায়ককে। তিনি একা নন, সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৩ ০০:৫৮
Share:

রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়ার আক্ষেপ কম বেশি অনেক তারকাদের মুখ থেকেই শোনা যায়। প্রতীকী ছবি।

রাস্তায় দাঁড়িয়ে ফুচকার স্বাদ নেওয়া বড় বড় তারকাদের ভাগ্যে থাকে না। এই আক্ষেপ কম বেশি অনেক তারকাদের মুখ থেকেই শোনা যায়। সেখানে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে অনায়াসে ফুচকা খেতে দেখা গেল ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীকে। তিনি একা নন, সঙ্গে ছিলেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের কন্যা তথা তাঁর স্ত্রী সোনম ভট্টাচার্য।

Advertisement

কলকাতার রাস্তায় দাঁড়িয়ে অনায়াসে ফুচকা খেতে দেখা গেল ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রীকে। ছবি: ইনস্টাগ্রাম।

সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিদের মুখে প্রায়শই রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা না খেতে পারার আক্ষেপ শোনা যায়। স্ত্রীদের সঙ্গে দু’দণ্ড রাস্তার ধারে দাঁড়িয়ে উপভোগ করার সুযোগ তাঁরা একেবারেই পান না বললেই চলে।

সুনীল একা নন, সঙ্গে ছিলেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের কন্যা তথা তাঁর স্ত্রী সোনম ভট্টাচার্য। ছবি: ইনস্টাগ্রাম।

সেখানে ভারতের আর এক অধিনায়ক বহাল তবিয়তে কলকাতার রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেয়ে সকলকে চমকে দিলেন।

Advertisement

৩৮ বছরের সুনীল ছেত্রী কিরঘিজ়স্তানের বিরুদ্ধে ম্যাচের আগে বলেছিলেন, “তাঁর গোলের খিদে রয়ে গিয়েছে আগের মতোই। কিরঘিজ় ম্যাচেও তার পরিবর্তন হবে না।” সঙ্গে আরও যোগ করেন, ‘‘খুব কম ফুটবলার রয়েছে যাদের গোলের খিদে আমার মতো। আমার মতো গোল খিদে কারও নেই।’’ মঙ্গলবার এশিয়ান কাপের প্রথম প্রস্তুতি টুর্নামেন্ট জিতেছে ভারত। কিরঘিজ়স্তানকে ২-০ গোলে হারিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন সুনীলরা। দেশের হয়ে ৮৫তম গোল করেন সুনীল। ছাপিয়ে যান কিংবদন্তি ফ্র্যাঙ্ক পুসকাসকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement