Mohammedan Sporting Club

Mohammedan Sporting: রিয়াল কাশ্মীরকে হারিয়ে ফের আই লিগের শীর্ষে মহমেডান

রিয়াল কাশ্মীরকে হারিয়ে আবার আই লিগের শীর্ষস্থানে উঠে গেল মহমেডান স্পোর্টিং। বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে তারা জিতল ৩-১ গোলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ২২:১৮
Share:
গোলের পর খেলোয়াড়দের উচ্ছ্বাস।

গোলের পর খেলোয়াড়দের উচ্ছ্বাস। নিজস্ব চিত্র

রিয়াল কাশ্মীরকে হারিয়ে আবার আই লিগের শীর্ষস্থানে উঠে গেল মহমেডান স্পোর্টিং। বৃহস্পতিবার কল্যাণী স্টেডিয়ামে তারা জিতল ৩-১ গোলে। জোড়া শেখ ফৈয়াজের। একটি গোল আন্দেলো রুদোভিচের। ১১ ম্যাচে ২৫ নিয়ে পয়েন্ট তালিকায় সবার উপরে মহমেডান। গোকুলম কেরলকে টপকে গেল তারা।

এ দিন খেলার ১২ মিনিটেই এগিয়ে যায় মহমেডান। মার্কাস জোসেফের পাস থেকে দুরন্ত গোল করেন রুদোভিচ। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে কাশ্মীরের হয়ে সমতা ফেরান কিম কিমা। তবে এগিয়ে যেতে সময় নেয়নি মহমেডান। ৬৩ মিনিটে রুদোভিচের নীচু ক্রস থেকে মহমেডানকে এগিয়ে দেন ফৈয়াজ। ম্যাচের শেষ মুহূর্তে আবার গোল করে মহমেডানের জয় নিশ্চিত করেন তিনি।

Advertisement

ম্যাচের পর কোচ আন্দ্রেই চের্নিশভ বলেছেন, “আজকের জয়টা আমাদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ ছিল। আগের ম্যাচে হেরে গিয়ে ফুটবলারদের আত্মবিশ্বাস একটু হলেও তলানিতে ছিল। লিগ তালিকাতেও নেমে গিয়েছিলাম আমরা। কিন্তু এই জয় সেই আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement