জোশ কাভালো। ফাইল ছবি
সম্প্রতি ফুটবল বিশ্বে আলোচনায় চলে এসেছিলেন জোশ কাভালো। নিজেকে সমকামী ফুটবলার বলে পরিচয় দিয়েছিলেন। প্রশ্ন উঠেছিল, অস্ট্রেলিয়ার এই ফুটবলার আগামী বছর কাতারে বিশ্বকাপ খেলতে যেতে পারবেন কি না। কাতার বিশ্বকাপের আয়োজকরা জানিয়ে দিলেন, কাভালোর বিশ্বকাপে খেলতে কোনও সমস্যা নেই।
কাতারে সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ। ধরা পড়লে চাবুক মারা, জেল এমনকী মৃত্যুদণ্ডও দেওয়া হয়। কিন্তু বিশ্বকাপ আয়োজক কমিটির চেয়ারম্যান নাসের আল খাতের বলেন, ‘‘আমরা কাভালোকে স্বাগত জানানোর জন্য তৈরি। এমনকী বিশ্বকাপের আগেই উনি আমাদের দেশে এসে দেখে যেতে পারেন। আমাদের দেশে কেউ আতঙ্কে ভোগে না। কেউ এখানে নিরাপত্তার অভাব বোধ করে না।’’
গত অক্টোবরে ২১ বছরের কাভালো নেটমাধ্যমে জানিয়েছিলেন, তিনি সমকামী। তখন লিখেছিলেন, ‘আমি ফুটবলার এবং সমকামী। আমি শুধু মন দিয়ে ফুটবলটা উপভোগ করতে চাই। বাকিদের যে চোখে দেখা হয়, চাই আমাদেরও সেই চোখে দেখা হোক।’’
খাতেরের অভিযোগ, তাঁদের সম্পর্কে ভুল প্রচার করা হয়। তিনি বলেন, ‘‘কাভালোর মধ্যে এরকম ধারনা তৈরি হওয়ার কারণ আছে। আমাদের সম্পর্কে বিভিন্ন জায়গায় যা লেখা বা প্রচার করা হয়, তাতে যে কারও মধ্যে ভুল ধারনা তৈরি হবে।’’