Football Match

মার্চে রোনাল্ডিনহোদের বিরুদ্ধে খেলবেন ভারতের প্রাক্তনরা

২০০২ সালে কোরিয়া-জাপানের বিশ্বকাপ এখনও ফুটবলপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে রয়েছে রোনাল্ডো, রিভাল্ডোদের জন্য। শেষ আটে ইংল্যান্ডের বিরুদ্ধে ফ্রি-কিকে রোনাল্ডিনহোর সেই বিস্ময় গোল।

শুভজিৎ মজুমদার

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৫৪
Share:
স্মরণীয়: বিশ্বকাপ ট্রফি নিয়ে রোনাল্ডিনহো।

স্মরণীয়: বিশ্বকাপ ট্রফি নিয়ে রোনাল্ডিনহো। ছবি: সংগৃহীত।

বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল বনাম ভারত আদৌ কখনও দেখা যাবে কি না সময়ই বলবে। তবে সব ঠিক থাকলে আগামী ৩০ মার্চ চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে দুঙ্গার কোচিংয়ে রিভাল্ডো, রোনাল্ডিনহো, কাকা, কাফু, গিলবার্তো সিলভা-দের বিরুদ্ধে খেলতে দেখা যাবে সুব্রত পাল, মহেশ গাউলিদের মতো সদ্যপ্রাক্তন তারকাদের! এখানেই শেষ নয়। ব্রাজিল অলস্টারের বিরুদ্ধে ভারতীয় দলের দায়িত্বে কে? বাংলারই প্রশান্ত বন্দ্যোপাধ্যায়।

২০০২ সালে কোরিয়া-জাপানের বিশ্বকাপ এখনও ফুটবলপ্রেমীদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে রয়েছে রোনাল্ডো, রিভাল্ডোদের জন্য। শেষ আটে ইংল্যান্ডের বিরুদ্ধে ফ্রি-কিকে রোনাল্ডিনহোর সেই বিস্ময় গোল। ফাইনালে দুর্ধর্ষ জার্মানির বিরুদ্ধে রোনাল্ডোর জোড়া গোল। বিশ্বকাপ হাতে রি‌ভাল্ডো ও রোনাল্ডিনহো-র সাম্বা। টেলিভিশনের পর্দায় দেখা স্বপ্নের নায়কদের ভারতের মাটিতে প্রথমবার একসঙ্গে খেলতে দেখবেন ক্রীড়াপ্রেমীরা। তাঁদের মতোই উত্তেজিত স্বয়ং প্রশান্ত। ইতিমধ্যেই তিনি ফুটবলার নির্বাচনের প্রাথমিক প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। আনন্দবাজারকে প্রশান্ত বললেন, ‘‘ব্রাজিল অলস্টারের বিরুদ্ধে ভারতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়ে আমি আপ্লুত। ২০০২ বিশ্বকাপ এখনও আমাদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে রয়েছে। রোনাল্ডো, রিভাল্ডো, রোনাল্ডিনহো, কাফুদের সেই ফুটবল কেউ ভুলতে পারবে না। সেই দলের একঝাঁক ফুটবলার ভারতে খেলতে আসছে শোনার পর থেকেই আমি উত্তেজনায় ফুটছি। একটু দুশ্চিন্তাও অবশ্য হচ্ছে।’’

কেন? প্রশান্তর অকপট উত্তর, ‘‘ব্রাজিল অলস্টার দলে ফুটবলারদের নামের তালিকা দেখলে যে কেউ আতঙ্কিত হয়ে পড়বে। রিভাল্ডো, রোনাল্ডিনহো, কাফুদের বয়স হয়েছে, খেলাও ছেড়ে দিয়েছে দীর্ঘ দিন। কিন্তু মাঠে নামলে এখনও ওরা ভয়ঙ্কর। তাই আমাদের অনেক ভেবেচিন্তে দল গড়তে হবে।’’

ভারতীয় দলে কারা থাকবেন? প্রশান্ত বললেন, ‘‘সদ্য অবসর নেওয়া ফুটবলারদেরই প্রাধান্য দিতে চাই। সবার আগে দেখতে হবে, খেলার জন্য তারা কতটা ফিট। যেমন সুব্রত পাল, মহেশ গাউলি, বেঙ্কটেশ, মেহতাব হোসেনরা অবসর নিলেও নিয়মিত খেলছে। ওরা ফিটও রয়েছে। ৭০ মিনিটের ম্যাচে মাঠে নেমে দৌড়তে পারে এ রকম ফুটবলারই দরকার আমার। যাতে কিছুটা হলেও লড়াই করতে পারি।’’ ভাইচুং ভুটিয়া থাকবেন না দলে? প্রশান্ত বললেন, ‘‘ভাইচুং যদি খেলতে রাজি হয়, অবশ্যই ওকে দলে রাখব। পুরোটাই নির্ভর করছে ভাইচুংয়ের উপরে।’’

ব্রাজিল অলস্টার দলকে কি হারানো সম্ভব? প্রশ্ন শুনেই হেসে ফেললেন প্রশান্ত। বললেন, ‘‘বিশ্বফুটবলের একঝাঁক তারকার বিরুদ্ধে খেলতে নেমে আমরা যেন লড়াই করতে পারি। অসহায় আত্মসমর্পণ করে লজ্জায় মুখ ঢেকে যেন মাঠ ছাড়তে না হয়।’’

ফুটবলার চূড়ান্ত না হলেও রোনাল্ডিনহোদের বিরুদ্ধে ভারতীয় দলের রণকৌশল চূড়ান্ত করে ফেলেছেন প্রশান্ত। বললেন, ‘‘এক) আমাদের মাঝমাঠ ও রক্ষণ শক্তিশালী করতে হবে। মাঝমাঠে বেশি ফুটবলার রাখতে চাই, যাতে ওরা খেলার জায়গা কম পায়। দুই) আমাদের পেনাল্টি বক্সের সামনে ওদের বেশি পাস খেলতে দেওয়া চলবে না। এই কারণেই ম্যাচের আগে তিন-চার দিন চেন্নাইয়ে প্রস্তুতি নিতে চাই। আশা করছি, পরিকল্পনা অনুযায়ী খেললে কিছুটা লড়াই করতে পারবেআমাদের ছেলেরা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন