Mohun Bagan Ratna

‘মোহনবাগান রত্ন’ পাচ্ছেন গৌতম সরকার, সবুজ-মেরুনের বর্ষসেরা ফুটবলার বিশাল

প্রতি বছরের মতো এ বছরও ‘মোহনবাগান দিবস’ আয়োজিত হতে চলেছে। তবে এ বার দু’দিন ধরে চলবে আয়োজন। ‘মোহনবাগান রত্ন’ পাচ্ছেন প্রাক্তন ফুটবলার গৌতম সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৩ ২২:৩৭
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র

চলতি বছরের ‘মোহনবাগান রত্ন’ পুরস্কার পাচ্ছেন প্রাক্তন ফুটবলার গৌতম সরকার। শনিবার সবুজ-মেরুনের তরফে এমনটাই জানানো হয়েছে। বর্ষসেরা ফুটবলারের সম্মান পাচ্ছেন আইএসএল জয়ী মোহনবাগান দলের সোনার গ্লাভসজয়ী গোলকিপার বিশাল কায়েথ। বর্ষসেরা ক্রিকেটার অর্ণব নন্দী।

Advertisement

শনিবার মন্দারমণিতে মোহনবাগানের কর্মসমিতির বৈঠক হয়। এই প্রথম কলকাতার বাইরে কোথাও কর্মসমিতির বৈঠক হল। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, এ বার দু’দিন ধরে পালিত হবে মোহনবাগান দিবস। ২৯ এবং ৩০ জুলাই। ২৯ জুলাই দুপুর ১.৩০ থেকে ক্লাবের মাঠে প্রাক্তন ফুটবলারদের একটি প্রদর্শনী ম্যাচ হবে। দুপুর ৩.৩০-এ আত্মজীবনী ‘ষোলো আনা বাবলু’ প্রকাশ করবেন মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য।

৩০ জুলাই বিকেল ৫টা থেকে শুরু অনুষ্ঠান। লোপামুদ্রা মিত্রের গানের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। শেষ হবে বাবুল সুপ্রিয়ের গানের অনুষ্ঠানের মাধ্যমে। আগের ঘোষণামতোই আগামী ২০ জুলাই বিকেল ৪.৩০-এর সময় মোহনবাগানের নতুন মিডিয়া সেন্টারের উদ্বোধন করা হবে, যা রাখা হয়েছে প্রয়াত সচিব অঞ্জন মিত্রের নামে। সেখানে থাকবেন প্রাক্তন ফুটবলার আইএম বিজয়নও।

Advertisement

এ বছর মোহনবাগানের পুরস্কারপ্রাপকরা হলেন:

মোহনবাগান রত্ন: গৌতম সরকার

জীবনকৃতি সম্মান: শঙ্কর বন্দ্যোপাধ্যায়

সেরা ফুটবলার: বিশাল কায়েথ (শিবদাস ভাদুড়ি পুরস্কার)

সেরা ক্রিকেটার: অর্ণব নন্দী (অরুণ লাল পুরস্কার)

সেরা ক্রীড়া সংগঠক: নবাব ভট্টাচার্য (অঞ্জন মিত্র পুরস্কার)

সেরা ফরোয়ার্ড: দিমিত্রি পেত্রাতোস (সুভাষ ভৌমিক পুরস্কার)

সেরা ক্রীড়াবিদ: মোহর মুখোপাধ্যায় (প্রণব বন্দ্যোপাধ্যায় পুরস্কার)

সেরা যুব ফুটবলার: এঙ্গসন সিংহ

সেরা হকি খেলোয়াড়: নীতীশ নিউপেন (কেশব দত্ত পুরস্কার)

সেরা সমর্থক: শান্তি চক্রবর্তী এবং কমলেশ উপাধ্যায় (উমাকান্ত পালোধি পুরস্কার)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement