কেরল ম্যাচের পরে মাঠ ছেড়ে বেরনোর সময় সন্দেশ বলেছেন, ‘‘মহিলাদের সঙ্গে ম্যাচ খেলে এলাম।’’ পরে অবশ্য এই ভিডিয়ো সরিয়ে ফেলা হয়। কিন্তু তাতেও বিতর্ক থামছে না।
ফাইল চিত্র।
কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ২-২ ড্রয়ের পরে বিতর্কে জড়ালেন সন্দেশ জিঙ্ঘান। তাঁর বিরুদ্ধে নারীবিদ্বেষমূলক মন্তব্য করার অভিযোগ উঠেছে।
এটিকে-মোহনবাগানের তরফে গণমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছিল। তাতে দেখা গিয়েছে কেরল ম্যাচের পরে মাঠ ছেড়ে বেরনোর সময় সন্দেশ বলেছেন, ‘‘মহিলাদের সঙ্গে ম্যাচ খেলে এলাম।’’ পরে অবশ্য এই ভিডিয়ো সরিয়ে ফেলা হয়। কিন্তু তাতেও বিতর্ক থামছে না। কেরল সমর্থকেরা তীব্র ক্ষোভ উগরে দেন সন্দেশের উদ্দেশে। কেন এই ধরনের মন্তব্য করেছেন সন্দেশ? রবিবার গণমাধ্যমে মোহনবাগান তারকা লিখেছেন, ‘‘দলের জন্য তিন পয়েন্ট অর্জন করতে মরিয়া ছিলাম আমরা। অথচ এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। যা অত্যন্ত যন্ত্রণার। এই ধরনের পরিস্থিতিতে উত্তেজনা থেকে অনেক কিছুই আমরা বলে ফেলি। এই ঘটনাকে সেই দৃষ্টিকোণ থেকেই দেখা উচিত।’’ এখানেই শেষ নয়। সন্দেশ দাবি করেছেন, ‘‘কেরলের ফুটবলারদের উদ্দেশে আমি কিছু বলিনি। নিজের দলের সতীর্থদেরই বলেছিলাম, জিততে না পারার জন্য কোনও অজুহাতই যথেষ্ট নয়। কেউ যদি আমার মন্তব্যে দুঃখ পান, তার জন্য ক্ষমা চাইছি।’’
দ্বিতীয় স্থানে জামশেদপুর: চেন্নাইয়িন এফসিকে ৪-১ গোলে চূর্ণ করে প্রথম বার আইএসএলের শেষ চারে যোগ্যতা অর্জনের পথে আরও একধাপ এগিয়ে গেল জামশেদপুর এফসি। ম্যাচের ২৩ মিনিটে গোল করে জামশেদপুরকে এগিয়ে দেন ঋত্বিক দাস। ১০ মিনিটের মধ্যেই ২-০ করেন বরিস সিংহ। ৩-০ করেন ড্যানিয়েল চিমা। এর পরে আত্মঘাতী গোল চেন্নাইয়িনের দীপক দেবরানি। ৬২ মিনিটে নেরিউস ভাল্সকিস ব্যবধান কমান। ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল জামশেদপুর।