দেরিতে খেলতে নামতে হবে মোহনবাগানের ফুটবলারদের। —ফাইল চিত্র
আইএসএলে মোহনবাগানের প্রথম ম্যাচের আগেই বিঘ্ন। নির্ধারিত সময় অর্থাৎ, রাত ৮টায় খেলা শুরু করা যাচ্ছে না। ৩৫ মিনিট পিছিয়ে গিয়েছে খেলা। মোহনবাগান-পঞ্জব ম্যাচের আগে খেলা ছিল ওড়িশা-চেন্নাইয়িন ম্যাচ। খেলার মাঝে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ায় বেশ কিছু ক্ষণ খেলা বন্ধ রাখতে হয়। নির্ধারিত সময়ে সেই ম্যাচ শেষ না হওয়ায় মোহনবাগানের খেলাও পিছিয়ে গিয়েছে।
আইএসএলে রাতের খেলা শুরু হওয়ার সময় রাত ৮টা। যে দিন দু’টি করে ম্যাচ রয়েছে সে দিন আগের খেলাটি শুরু হওয়ার কথা বিকাল সাড়ে ৫টায়। সাধারণত শনি ও রবিবার দু’টি করে ম্যাচ দেওয়া হয়েছে। সেই মতো মোহনবাগান ম্যাচের আগে ওড়িশা ও চেন্নাইয়িনের খেলা ছিল। ভুবনেশ্বরে সেই ম্যাচের মাঝে বজ্রপাত হওয়ায় ফুটবলারদের সুরক্ষার কথা মাথায় রেখে খেলা বন্ধ রাখা হয়েছিল। সেই খেলা শেষ হতে হতে প্রায় ৮টা ২০ মিনিট হয়ে যাবে। ফলে মোহনবাগানের ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে।
মোহনবাগানের অনুরোধের পরে শনিবারের খেলা শেষে যাতে সমর্থকদের বাড়ি ফিরতে সুবিধা হয় তার জন্য় দু’টি অতিরিক্ত মেট্রো চালানোর কথা ঘোষণা করেন মেট্রো কর্তৃপক্ষ। রাত ১০টা ও ১০টা ১০ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চালানোর কথা ঘোষণা করা হয়।
তবে সেই ঘোষণার পরে অসন্তোষ ছিল সবুজ-মেরুন সমর্থকদের মধ্যে। কারণ, নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও শেষ হতে প্রায় ১০টা বেজে যেত। সেই ১০টাতেই একটি মেট্রো রয়েছে। পরের মেট্রো ১০ মিনিট পরে। ফলে পুরো খেলা শেষ হওয়ার পর সমর্থকদের পক্ষে এসে ট্রেন ধরা কঠিন ছিল। বিশেষত, যাঁদের আসন পড়বে আমরি হাসপাতালের দিকে, তাঁরা মেট্রো স্টেশন পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার রাস্তা কী ভাবে আসতেন? ‘সল্টলেক স্টেডিয়াম’ মেট্রো স্টেশনটি এমনিতেই স্টেডিয়ামের থেকে বেশ কিছুটা দূরে। ফলে যাঁরা বাইপাস কাদাপাড়া এলাকা দিয়ে স্টেডিয়ামে ঢুকতেন, তাঁদের পক্ষেও ম্যাচ শেষ হওয়ার পরে দৌড়ে এসে মেট্রো ধরা কার্যত অসম্ভব ছিল। কিন্তু ম্যাচ পিছিয়ে যাওয়ায় সেই দু’টি মেট্রো ধরতেই পারবেন না সবুজ-মেরুন সমর্থকেরা।