গোল করলেন মোরাতা। ছবি: রয়টার্স
অবশেষে সমতা ফেরাল জার্মানি। যে ভাবে তারা আক্রমণ করছিল তাতে গোল কোনও না কোনও সময়েই আসতই। সেটাই হল। একার কৃতিত্বে স্পেনের ডিফেন্সকে ঘোল খাইয়ে বক্সের ভিতরে ঢুকে পড়লেন মুসিয়ালা। তাঁর থেকে বল পেয়ে গোল করলেন নিকলাস ফুলক্রুগ।
মরিয়া হয়ে একের পর এক আক্রমণ করছে জার্মানি। গোলকিপারকে একা পেয়েও অকারণে জোরে শট মারতে গিয়ে গোলকিপারে গায়ে মারলেন মুসিয়ালা। সুবর্ণ সুযোগ হারাল জার্মানি।
এনরিকের চালে বাজিমাত। তোরেস কার্যকরী হতে পারছেন না দেখে তাঁকে তুলে নিয়ে মোরাতাকে বক্স স্ট্রাইকার হিসাবে নামান তিনি। সেই মোরাতাই গোল করলেন।
এগিয়ে গেল স্পেন। জার্মানির রক্ষণের ভুলের সুযোগ নিয়ে গোল করলেন আলভারো মোরাতা। বাঁ দিকে বল পেয়েছিলেন জর্দি আলবা। তাঁর ক্রস থেকে চলতি বলে পা ঠেকিয়ে গোল করলেন পরিবর্ত হিসাবে নামা আলভারো মোরাতা।
হঠাৎ জার্মানির আক্রমণ। স্পেনের রক্ষণের ভুলে বক্সে উঠে এসেছিলেন জার্মানির ফুটবলাররা। কিমিখের শট বাঁচালেন উনাই সিমন।
মুলারকে স্ট্রাইকার হিসাবে খেলালেও তিনি এখনও ভাল সুযোগ পাননি। যত বার বল পেয়েছেন স্পেনের রক্ষণের কাছে আটকে গিয়েছে।
শুরুতে আক্রমণাত্মক হলেও পরের দিকে কিছুটা ছন্নছাড়া খেলাই দেখা গেল জার্মানি-স্পেনের খেলায়। বিরতিতে কোনও গোল হল না।
কিমিখের ফ্রিকিক থেকে মাথা ছুঁইয়ে গোল করেছিলেন রুডিগার। উচ্ছ্বাসও প্রকাশ করছিলেন। কিন্তু রেফারি জানিয়ে দিলেন, তিনি অফসাইড। এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া জার্মানির।
হঠাৎই খেলাটা একটু ছন্নছাড়া হয়ে গিয়েছে। অতিরিক্ত পাস করতে গিয়ে দু’দলই ভুল ভাল পাস খেলছে। ফেরান তোরেস এর মাঝেই গোলের একটা সুযোগ পেয়েছিলেন। গোলে রাখতে পারেননি। পারলেও অফসাইড হতেন।
খেলার গতি শ্লথ হয়ে গিয়েছে। তার মাঝেই সুযোগ পেয়েছিল জার্মানি। স্পেনের ভুল ডিফেন্সের সুযোগ নিয়ে শট মেরেছিলেন নাব্রি। গোলের বাইরে দিয়ে বেরিয়ে গেল। ন্যুয়েরের ভুল ক্লিয়ারেন্স থেকে সুযোগ পেয়েছিল স্পেনও। কিন্তু কাজে লাগাতে পারল না।
প্রথম দিকের আক্রমণ একটু থিতিয়ে গিয়েছে। দু’দল এখন বেশি পায়ে বল রাখার চেষ্টা করছে। পাস খেলে উপরের দিকে ওঠার চেষ্টা করছে।
পাল্টা আক্রমণ শানাচ্ছে জার্মানিও। গোল করার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন লিয়ঁ গোরেৎজকা। তবে অফসাইড ছিল। স্পেনের চোখে চোখ রেখে লড়ছে জার্মানি।
প্রথম একাদশে বদল করেছেন জার্মানির কোচ ফ্লিক। কাই হাভার্ৎজকে বসিয়ে দিয়েছেন। ফলে স্ট্রাইকার হিসাবে খেলতে হচ্ছে টমাস মুলারকে। শুরু থেকেই অতি আক্রমণাত্মক খেলছে স্পেন। শুরু থেকেই স্পেনের খেলায় পাসের ফুলঝুরি।