FIFA World Cup 2022

জার্মানির বিরুদ্ধে ড্র করল স্পেন, কোন দল কেমন খেলল?

নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে হেরেছে জার্মানি। বিশ্বকাপের লড়াইয়ে টিকে থাকতে স্পেনের বিরুদ্ধে জিততেই হবে তাদের। তবে জয় নয়, ড্র করল তারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ০০:০৫
Share:

গোল করলেন মোরাতা। ছবি: রয়টার্স

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ০২:৩০ key status

ম্যাচ ড্র

১-১ ড্র হল দুই দলের খেলা।

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ০২:১৪ key status

৮৩ মিনিট। গো-ও-ও-ও-ও-ল

অবশেষে সমতা ফেরাল জার্মানি। যে ভাবে তারা আক্রমণ করছিল তাতে গোল কোনও না কোনও সময়েই আসতই। সেটাই হল। একার কৃতিত্বে স্পেনের ডিফেন্সকে ঘোল খাইয়ে বক্সের ভিতরে ঢুকে পড়লেন মুসিয়ালা। তাঁর থেকে বল পেয়ে গোল করলেন নিকলাস ফুলক্রুগ।

Advertisement
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ০২:০২ key status

৭৩ মিনিট

মরিয়া হয়ে একের পর এক আক্রমণ করছে জার্মানি। গোলকিপারকে একা পেয়েও অকারণে জোরে শট মারতে গিয়ে গোলকিপারে গায়ে মারলেন মুসিয়ালা। সুবর্ণ সুযোগ হারাল জার্মানি।

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ০১:৫৫ key status

৬৭ মিনিট

এনরিকের চালে বাজিমাত। তোরেস কার্যকরী হতে পারছেন না দেখে তাঁকে তুলে নিয়ে মোরাতাকে বক্স স্ট্রাইকার হিসাবে নামান তিনি। সেই মোরাতাই গোল করলেন।

Advertising
Advertising
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ০১:৫২ key status

৬২ মিনিট। গো-ও-ও-ও-ও-ল

এগিয়ে গেল স্পেন। জার্মানির রক্ষণের ভুলের সুযোগ নিয়ে গোল করলেন আলভারো মোরাতা। বাঁ দিকে বল পেয়েছিলেন জর্দি আলবা। তাঁর ক্রস থেকে চলতি বলে পা ঠেকিয়ে গোল করলেন পরিবর্ত হিসাবে নামা আলভারো মোরাতা।

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ০১:৪৫ key status

৫৫ মিনিট

হঠাৎ জার্মানির আক্রমণ। স্পেনের রক্ষণের ভুলে বক্সে উঠে এসেছিলেন জার্মানির ফুটবলাররা। কিমিখের শট বাঁচালেন উনাই সিমন।

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ০১:৩৯ key status

৫০ মিনিট

মুলারকে স্ট্রাইকার হিসাবে খেলালেও তিনি এখনও ভাল সুযোগ পাননি। যত বার বল পেয়েছেন স্পেনের রক্ষণের কাছে আটকে গিয়েছে।

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ০১:১৮ key status

৪৫ মিনিট

শুরুতে আক্রমণাত্মক হলেও পরের দিকে কিছুটা ছন্নছাড়া খেলাই দেখা গেল জার্মানি-স্পেনের খেলায়। বিরতিতে কোনও গোল হল না।

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ০১:১১ key status

৪০ মিনিট

কিমিখের ফ্রিকিক থেকে মাথা ছুঁইয়ে গোল করেছিলেন রুডিগার। উচ্ছ্বাসও প্রকাশ করছিলেন। কিন্তু রেফারি জানিয়ে দিলেন, তিনি অফসাইড। এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া জার্মানির।

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ০১:০৩ key status

৩২ মিনিট

হঠাৎই খেলাটা একটু ছন্নছাড়া হয়ে গিয়েছে। অতিরিক্ত পাস করতে গিয়ে দু’দলই ভুল ভাল পাস খেলছে। ফেরান তোরেস এর মাঝেই গোলের একটা সুযোগ পেয়েছিলেন। গোলে রাখতে পারেননি। পারলেও অফসাইড হতেন।

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ০০:৫৫ key status

২৫ মিনিট

খেলার গতি শ্লথ হয়ে গিয়েছে। তার মাঝেই সুযোগ পেয়েছিল জার্মানি। স্পেনের ভুল ডিফেন্সের সুযোগ নিয়ে শট মেরেছিলেন নাব্রি। গোলের বাইরে দিয়ে বেরিয়ে গেল। ন্যুয়েরের ভুল ক্লিয়ারেন্স থেকে সুযোগ পেয়েছিল স্পেনও। কিন্তু কাজে লাগাতে পারল না।

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ০০:৫২ key status

২০ মিনিট

প্রথম দিকের আক্রমণ একটু থিতিয়ে গিয়েছে। দু’দল এখন বেশি পায়ে বল রাখার চেষ্টা করছে। পাস খেলে উপরের দিকে ওঠার চেষ্টা করছে।

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ০০:৪২ key status

১০ মিনিট

পাল্টা আক্রমণ শানাচ্ছে জার্মানিও। গোল করার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন লিয়ঁ গোরেৎজকা। তবে অফসাইড ছিল। স্পেনের চোখে চোখ রেখে লড়ছে জার্মানি।

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ০০:৩৭ key status

৫ মিনিট

প্রথম একাদশে বদল করেছেন জার্মানির কোচ ফ্লিক। কাই হাভার্ৎজকে বসিয়ে দিয়েছেন। ফলে স্ট্রাইকার হিসাবে খেলতে হচ্ছে টমাস মুলারকে। শুরু থেকেই অতি আক্রমণাত্মক খেলছে স্পেন। শুরু থেকেই স্পেনের খেলায় পাসের ফুলঝুরি।

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২২ ০০:০৮ key status

জয় দরকার জার্মানির

এই ম্যাচে জিততেই হবে জার্মানিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement