2022 Qatar World Cup

কেরলের নদীতে মেসি বনাম নেমার

লিয়োনেল মেসি জানিয়েই দিয়েছেন, তাঁর জীবনের শেষ বিশ্বকাপ খেলতে নামছেন কাতারে। লিয়ো তাঁর স্বপ্নপূরণ করতে পারেন কি না, তা নিয়ে আগ্রহ তুঙ্গে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২২ ০৮:৪৩
Share:

উন্মাদনা: কেরলের নদীতে মেসি ও নেমারের সেই কাটআউট। পিটিআই।

বিশ্বকাপে নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র বনাম লিয়োনেল মেসি দ্বৈরথের আগে কাতার থেকে বহু দূরে শুরু হয়ে গিয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই। কোথায় শুরু হয়েছে সেই লড়াই? না, ভারতের কেরলে। সেখানকার কুরুঙ্গাত্তু কাদাভু নদীতে মেসির ৩০ ফুট কাটআউট লাগিয়েছেন আর্জেন্টিনা ভক্তরা। পাল্টা জবাব দিয়ে এর পরেই ব্রাজিলের ভক্তরা দাঁড় করিয়ে দেন নেমারের ৪০ ফুট কাটআউট। নদীর বুকে শুরু হয়ে যায় ব্রাজিল-আর্জেন্টিনা চিরন্তন দুই দেশের লড়াই।

Advertisement

কিন্তু ব্রাজিল ভক্তরা ১০ ফুট বেশি উঁচু নেমারের কাটআউট লাগানোর পরেও দমে যাননি মেসি-ভক্তরা। তাঁরা আর্জেন্টিনার পতাকায় ভরিয়ে দেন নদীর আশপাশটা। ১৯৮৬-তে দিয়েগো মারাদোনার অসাধারণ ফুটবল দক্ষতায় বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। তার পর থেকে কাপ থেকে গিয়েছে অধরা।

লিয়োনেল মেসি জানিয়েই দিয়েছেন, তাঁর জীবনের শেষ বিশ্বকাপ খেলতে নামছেন কাতারে। লিয়ো তাঁর স্বপ্নপূরণ করতে পারেন কি না, তা নিয়ে আগ্রহ তুঙ্গে। তেমনই ব্রাজিলও কাপের খরা মেটানোর লক্ষ্যে রয়েছে নেমারের দক্ষতার উপরে ভর করে। দু’দেশের দ্বৈরথ নিয়ে যে এখন থেকেই কতটা আগ্রহ তৈরি হয়েছে, তা বলে দিচ্ছে কেরলের নদীতে ভক্তদের লড়াই।এর মধ্যেই আবার পর্তুগালের ভক্তরা নদীতে বসিয়ে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশাল কাটআউট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement