ইউরো কাপ ট্রফি। —ফাইল চিত্র।
এ বার কি ইউরো কাপ ঘরে আসবে? ২০২১ সালে হয়নি। এ বার কি হবে? শুক্রবার থেকে শুরু ইউরো কাপ। তার আগেই ইংল্যান্ডের ফুটবলার ফিল ফডেন ও তাঁর বান্ধবী রেবেকা কুক জেনে গেলেন যে ইংল্যান্ড এ বার ইউরো কাপ জিতবে। কী ভাবে জানলেন তাঁরা?
প্রতিযোগিতা শুরু হওয়ার আগে এক জ্যোতিষীর কাছে গিয়েছিলেন ফডেন ও রেবেকা। তাঁর নাম ক্লোয়ি স্মিথ। ফডেন ও রেবেকা জ্যোতিষে বিশ্বাস করেন। তাই তাঁরা আগে থেকে জেনে নিতে চেয়েছিলেন, ইংল্যান্ডের ভাগ্যে কী হতে চলেছে? তাঁদের হতাশ করেননি ক্লোয়ি। ভাল খবরই দিয়েছেন।
২৫ বছরের ক্লোয়ি পরে সংবাদমাধ্যমে বলেন, “ফডেন ও রেবেকাকে আমার খুব ভাল লেগেছে। ওরা ঈশ্বরে বিশ্বাস করে। এ বার ভাগ্য ওদের সঙ্গে আছে।”
রেবেকা অন্তঃসত্ত্বা। তাঁর ভবিষ্যত নিয়েও কথা বলেছেন ক্লোয়ি। ফডেন ও রেবেকার সঙ্গে থাকা এক ব্যক্তি সংবাদমাধ্যমে বলেন, “ফডেন ও রেবেকার ভবিষ্যৎ আলাদা করে দেখেছে ক্লোয়ি। রেবেকাকে খুশির খবর দিয়েছে ও। ফডেনকে বলেছে, এ বার ফুটবল ঘরে ফিরবে। অনেক বড় ফুটবলারই বড় প্রতিযোগিতা শুরু করার আগে জ্যোতিষীর কাছে যান। ভাল খবর পেলে তাঁদের আত্মবিশ্বাসও কিছুটা বাড়ে।”
এ বার জার্মানিতে হবে ইউরো কাপ। ১৪ জুন থেকে শুরু প্রতিযোগিতা। ইংল্যান্ড নামবে ১৬ জুন। প্রতিপক্ষ সার্বিয়া। ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে শুরু খেলা।