Emiliano Martínez

মেসির নিষেধও শোনেননি বিতর্কিত মার্তিনেস! কেন করেছিলেন অশালীন উল্লাস? কারণ প্রকাশ্যে

বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার পাওয়ার পরে অশালীন উল্লাস করেছিলেন এমিলিয়ানো মার্তিনেস। তাঁকে নাকি নিষেধ করেছিলেন লিয়োনেল মেসি। কিন্তু তা শোনেননি মার্তিনেস।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১২:১১
Share:

বিশ্বকাপের ফাইনাল জেতার পরে লিয়োনেল মেসির নিষেধ না শুনেই বিতর্কিত উল্লাস করেছিলেন এমিলিয়ানো মার্তিনেস। —ফাইল চিত্র

বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার পাওয়ার পরে অশালীন উল্লাস করে বিতর্কে জড়িয়েছিলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। তার পর থেকে বার বার ওই ঘটনা নিয়ে নানা জনে নানা মত দিয়েছেন। বেশির ভাগই মার্তিনেসের সমালোচনা করেছেন। শাস্তির দাবিও উঠেছে। এ বার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন মার্তিনেস। জানালেন, লিয়োনেল মেসি নাকি তাঁকে নিষেধ করেছিলেন। কিন্তু মেসির নিষেধও শোনেননি তিনি।

Advertisement

ফ্রান্সের এক সংবাদপত্রে মুখ খুলেছেন মার্তিনেস। তিনি বলেছেন, ‘‘লিয়ো আমাকে নিষেধ করেছিল। কিন্তু আমি শুনিনি। আমার যেটা মনে হয়েছিল সেটাই করেছি।’’ তবে এখন হয়তো তিনি সেটা করবেন না বলে জানিয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক। মার্তিনেস বলেছেন, ‘‘এখন হয়তো আমি ও ভাবে উল্লাস করব না। ওটা সেই মুহূর্তে হয়েছিল। আমি পরিকল্পনা করে কিছু করিনি।’’

তা হলে কেন করেছিলেন ও রকম উল্লাস? তার পিছনেও একটি গল্প রয়েছে বলে জানিয়েছেন মার্তিনেস। তিনি বলেছেন, ‘‘আমি আগেও কোপা আমেরিকা জিতে ও ভাবে উল্লাস করেছিলাম। সতীর্থরা বলেছিল, বিশ্বকাপ জিতলে সেটা আমি করতে পারব না। ওদের দেখাতেই তখন ও ভাবে উল্লাস করতে ইচ্ছা করেছিল। তাই করেছিলাম।’’

Advertisement

মার্তিনেসের সেই উল্লাসে সব থেকে বেশি ক্ষুব্ধ হয়েছিল ফ্রান্স। ফিফার কাছে আবেদন করেছিল তারা। কিন্তু তিনি কাউকে আঘাত দিতে চাননি বলেই জানিয়েছেন মার্তিনেস। তাঁর কথায়, ‘‘কাউকে আঘাত দিতে চাইনি। আমি সারা জীবনে ফ্রান্সের অনেক ফুটবলারের সঙ্গে খেলেছি। আপনি জিহু (অলিভিয়ের)-কে জিজ্ঞাসা করে দেখতে পারেন আমি কেমন। বিশ্বকাপ জিতে শুধু একটু মজা করতে চেয়েছিলাম।’’

মার্তিনেসের বিরুদ্ধে ফ্রান্সের অভিযোগের পর অবশ্য পদক্ষেপ করেছে ফিফা। ফুটবলের বিশ্ব নিয়ামক সংস্থা জানিয়েছে, ‘‘ফিফার নিয়মের ১১,১২ ও ৪৪ নম্বর ধারা ভেঙেছেন মার্তিনেস। তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। কিন্তু যদি দোষ প্রমাণিত হয় তা হলে মার্তিনেসের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement