জিতল মহমেডান। নিজস্ব চিত্র
কলকাতা লিগে একই দিনে নেমেছিল ময়দানের দুই প্রধান। জঘন্য ফুটবল খেলে ইমামি ইস্টবেঙ্গল আটকে গেলেও অনায়াসে জিতল মহমেডান স্পোর্টিং। খিদিরপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল লাল-হলুদ। অন্য দিকে, সাদা-কালো ব্রিগেড ৩-০ ব্যবধানে হারাল এরিয়ানকে।
এ বারের কলকাতা লিগে ইমামি ইস্টবেঙ্গল যে রিজার্ভ দল নামাবে, এটা আগে থেকেই ঠিক ছিল। সেই অনুযায়ী, বিনো জর্জের দলে কোনও বিদেশি ছিল না। কোচ হিসাবে স্টিভন কন্সট্যান্টাইনও থাকবেন না। বিনোই কোচিং করাবেন। লাল-হলুদ দলে সন্তোষ ট্রফি জয়ী কেরল দলের অতুল উন্নিকৃষ্ণন, জেসিন টিকে-র মতো ফুটবলাররা ছিলেন। প্রথমার্ধে ইমামি ইস্টবেঙ্গলকে বেশ আক্রমণাত্মক দেখিয়েছে। তবে গোলের সুযোগ এলেও কাজে লাগাতে পারছিলেন না কেউই। সঞ্জীব ঘোষ, মহীতোষ রায়রা সহজ সুযোগ নষ্ট করেন। দারুণ খেললেন খিদিরপুরের গোলকিপার প্রিয়ন্ত সিংহ। ম্যাচের সেরা ফুটবলার তিনিই।
দ্বিতীয়ার্ধে ইমামি ইস্টবেঙ্গলের মধ্যে কোনও সঙ্ঘবদ্ধ আক্রমণ ছিল না। বরং খিদিরপুরকে অনেক বেশি সপ্রতিভ দেখিয়েছে। বেশ কয়েক বার গোলের কাছাকাছি চলে আসে তারা। তাদের বিদেশি আডামা কৌলিবালি ভাল খেলেন। তবে কোনও পক্ষই জয়সূচক গোল পায়নি।
অন্য দিকে, মার্কাস জোসেফের গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় মহমেডান। বক্সের বাইরে থেকে তাঁর দুর্দান্ত শট জালে জড়িয়ে যায়। দ্বিতীয়ার্ধে গোল করেন ওউসমানে এনদিয়ায়ে। শেখ ফৈয়াজের শর্ট কর্নার থেকে মার্কাসের পাস পেয়ে গোল করেন এনদিয়ায়ে। মহমেডানের তৃতীয় গোল ফসলু রহমানের।