Emami East Bengal

আনোয়ারকে নিয়ে জল্পনার মাঝে শহরে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি, এলেন সোনার বুট জয়ী স্ট্রাইকার

মরসুম শুরু হওয়ার আগে দিমিত্রিয়স দিয়ামানতাকোসকে সই করিয়েছে ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপের আগেই শহরে চলে এলেন গত বারের আইএসএলে সোনার বুট জয়ী স্ট্রাইকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ জুলাই ২০২৪ ১৪:১৮
Share:

কলকাতায় পা দিয়ে দিমিত্রিয়স দিয়ামানতাকোস। ছবি: সংগৃহীত।

আনোয়ার আলিকে দলে নেওয়া নিয়ে এখনও দড়ি টানাটানি চলছে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মধ্যে। তার মাঝেই শহরে চলে এলেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি দিমিত্রিয়স দিয়ামানতাকোস। সামনেই ডুরান্ড কাপ। তার আগে কলকাতায় পৌঁছে গেলেন গত বারের আইএসএলে সোনার বুট জয়ী স্ট্রাইকার।

Advertisement

রবিবার সকালে কলকাতায় এসেছেন দিয়ামানতাকোস। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন অনেক লাল-হলুদ সমর্থক। গত বার স্ট্রাইকারের সমস্যায় পড়েছিল ইস্টবেঙ্গল। একা ক্লেটন সিলভার কাঁধে দায়িত্ব পড়ে গিয়েছিল। সেই কারণে, এ বার কেরল ব্লাস্টার্স থেকে গ্রিসের এই স্ট্রাইকারকে দলে সই করিয়েছেন কার্লেস কুয়াদ্রাত। ইতিমধ্যেই কুয়াদ্রাত শহরে চলে এসেছেন। এ বার ডুরান্ডের প্রস্তুতি শুরু করে দিতে চান তিনি।

২০১২ সালে অনূর্ধ্ব-১৯ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন দিয়ামানতাকোস। গ্রিসের হয়ে খেলেছিলেন তিনি। ২০২২ সালে কেরল ব্লাস্টার্সে যোগ দিয়েছিলেন দিয়ামানতাকোস। ভারতের মাটিতে ৪৪টি ম্যাচ খেলেছেন তিনি। ২৮টি গোল করেছেন দু’মরসুমে।

Advertisement

এ বারের মরসুমের আগে দল গুছিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল। দিয়ামানতাকোস ছাড়াও মাদি তালালের মতো বিদেশিকে নেওয়া হয়েছে। হিজাজি মাহেরকে রেখে দিয়েছে তারা। সেইসঙ্গে ভারতীয় ফুটবলারদের দিকেও নজর দিয়েছে তারা। জিকসন সিংহের মতো ভারতীয় প্রতিভাকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement