মৈত্রী সংসদকে ৮-১ গোলে হারাল ইস্টবেঙ্গল। ছবি: এক্স।
গত শুক্রবার মেয়েদের আই লিগে ভারতসেরা হয়ে ট্রফি পেয়েছিল ইস্টবেঙ্গল। এক সপ্তাহ পরেও সেই একই ছন্দে দেখা গেল মশালবাহিনীকে। কন্যাশ্রী কাপের বোধনে মৈত্রী সংসদকে ৮-১ গোলে হারাল ইস্টবেঙ্গল। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং দমকল মন্ত্রী সুজিত বসু।
ম্যাচ শুরুর আগে পহেলগামে নিহত পর্যটকদের স্মৃতির উদ্দেশে দু’দলই এক মিনিট নীরবতা পালন করে। ৪ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন সুলঞ্জনা রাউল। ২-০ করেন শিন্ডি কলনি। পাঁচ মিনিটের মধ্যেই অসাধারণ গোল করেন সুলঞ্জনা। ৪-০ করেন প্রিয়াঙ্কা। ৫১ মিনিটে গোলরক্ষকের ভুলে বল জালে জড়ান দেবলীনা ভট্টাচার্য। পাঁচ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন দেবলীনা। সপ্তম গোলটি করেন সুস্মিতা লেপচা। শেষ গোলদাতা কার্তিকা অঙ্গমুথু।
এ দিকে পহেলগামের ঘটনার জেরে শনিবার বিজয়োৎসব স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ডায়মন্ড হারবার এফসি।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে