Oscar Bruzon on ISL Play-Off

লক্ষ্য প্লে-অফ, বুধবার হায়দরাবাদ ম্যাচের আগে ইস্টবেঙ্গল কোচের চিন্তা তিন ফুটবলারের চোট

এখনও আইএসএলের প্লে-অফে ওঠার সুযোগ রয়েছে ইস্টবেঙ্গলের। বুধবার হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে খেলা। সেই ম্যাচের আগে লাল-হলুদ কোচের চিন্তা তিন ফুটবলারের চোট।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১২
Share:
football

অস্কার ব্রুজ়ো। —ফাইল চিত্র।

দু’সপ্তাহ আগে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজ়ো স্বীকার করে নিয়েছিলেন যে আইএসএলের প্লে-অফে ওঠার স্বপ্ন শেষ তাঁদের। কিন্তু গত দু’টি ম্যাচ জেতায় ছবিটা একটু বদলেছে। এখনও আইএসএলের প্লে-অফে ওঠার সুযোগ রয়েছে ইস্টবেঙ্গলের। বুধবার হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে খেলা। সেই ম্যাচের আগে লাল-হলুদ কোচের চিন্তা তিন ফুটবলারের চোট।

Advertisement

ইস্টবেঙ্গলের ক্লেটন সিলভা, রিচার্ড সেলিস আগে থেকেই চোটে রয়েছেন। কিছু ফুটবলার সুস্থ হয়ে ফিরেছেন। আবার নতুন করে কয়েক জন চোট পেয়েছেন। এই চোট সমস্যা ইস্টবেঙ্গলকে গোটা মরসুম ভুগিয়েছে। হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগেও ব্রুজ়োর চিন্তা সেই চোট। তিনি বলেন, “মহমেডানের বিরুদ্ধে নন্দকুমার চোট পেয়েছিল। ও হয়তো হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে না। হেক্টর ইয়ুস্তে ও বিষ্ণুও চোট পেয়েছে। ওদের খেলাও অনিশ্চিত। রিচার্ড সেলিস আগেই চোট পেয়েছিল। ও ধীরে ধীরে সুস্থ হচ্ছে। তবে হায়দরাবাদের বিরুদ্ধে ও দলে থাকবে কি না সেটা ম্যাচের দিন সকালে দেখে সিদ্ধান্ত নেব। কাউকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছি না। যারা আছে তাদের নিয়েই পরিকল্পনা করেছি। কোন ছকে খেলাব, তা এখন বলব না। মাঠেই দেখতে পাবেন।”

আইএসএলে ইস্টবেঙ্গল কখনও টানা তিনটি ম্যাচ জেতেনি। পর পর দু’ম্যাচ জেতার পর তৃতীয় ম্যাচে হারতে হয়েছে। এ বার তা ভাঙতে চান ব্রুজ়ো। তিনি চান, টানা তিন ম্যাচে জয়। ব্রুজ়ো বলেন, “টানা তিন ম্যাচে জয় চাই। আগে এটা কোনও দিন হয়নি। দল এখন যথেষ্ট আত্মবিশ্বাসী। আমরা ৩ পয়েন্ট চাই।”

Advertisement

হায়দরাবাদ পয়েন্ট তালিকায় ১২ নম্বরে থাকলেও তাদের হালকা ভাবে নিচ্ছেন না ব্রুজ়ো। সতর্ক তিনি। লাল-হলুদ কোচ বলেন, “হায়দরাবাদ সহজ প্রতিপক্ষ নয়। ওরা গত কয়েক সপ্তাহে অনেক উন্নতি করেছে। সেটা মাথায় রাখতে হবে। সতর্ক হয়ে নামব। তবে দলের সকলে জয় ছাড়া কিছু ভাবছে না। এই ম্যাচ জিতলে প্লে-অফে ওঠার সুযোগ আরও বাড়বে। দু’সপ্তাহ আগে আমাদের প্লে-অফে ওঠার কোনও সুযোগ ছিল না। সেই সুযোগ পেয়েছি। তার জন্য পরের তিনটে ম্যাচই জিততে হবে। তখন এখন শুধু হায়দরাবাদ ম্যাচ নিয়েই ভাবছি। চেন্নাই ও মহমেডানের বিরুদ্ধে যে ফুটবল খেলেছি, হায়দরাবাদের বিরুদ্ধেও সে ভাবেই খেলতে চাই।”

আইএসএলের মাঝেই এএফসি প্রতিযোগিতা খেলতে হচ্ছে ইস্টবেঙ্গলকে। দু’টি লিগকেই সমান গুরুত্ব দিতে চান ব্রুজ়ো। কোনও একটি প্রতিযোগিতার কথা ভাবছেন না তিনি। ব্রুজ়ো বলেন, “আমি শুধু একটা প্রতিযোগিতাকে গুরুত্ব দিই না। আইএসএলের পাশাপাশি এএফসি কাপও গুরুত্বপূর্ণ। জানি, পর পর ম্যাচ খেলতে হবে। এতে ফুটবলারদের উপর চাপ বাড়তে পারে। কিন্তু এটাই তো পেশাদার ফুটবল। এএফসির সঙ্গে আইএসএলেও ম্যাচ জেতার লক্ষ্যেই নামব।”

মহমেডানের বিরুদ্ধে গোলে ফিরেছেন দিমিত্রিয়স দিয়ামানতাকোস। পরবর্তী কালে সাফল্যের জন্য দিয়ামানতাকোসের ফর্মে থাকা জরুরি বলে মনে করেন ব্রুজ়ো। পাশাপাশি ক্লেটনকেও চাইছেন তিনি। ব্রুজ়ো বলেন, “দিয়ামানতাকোস আগের ম্যাচে গোল পেয়েছে। ওর খেলায় আমি খুশি। ও ভাল খেলেও গোল পাচ্ছিল না। কিন্তু আগের ম্যাচের গোল ওর আত্মবিশ্বাস বাড়াবে। আশা করছি বাকি ম্যাচগুলোয় ও গোল করবে। দিয়ামানতাকোস আমাদের দলের প্রধান স্ট্রাইকার। ও গোল করলে বাকিদেরও সুবিধা হবে। ক্লেটন সিলভা এখনও পুরো সুস্থ নয়। আশা করছি, তাড়াতাড়ি ও সুস্থ হয়ে উঠবে। এএফসি প্রতিযোগিতায় ভাল খেলতে হলে দিয়ামানতাকোসের পাশাপাশি ক্লেটনকেও আমাদের দরকার।”

বুধবার ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। জিতলে ২২ ম্যাচে ২৭ পয়েন্ট হবে তাদের। এখন আট নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। হায়দরাবাদকে হারালে সাত নম্বরে থাকা ওড়িশার ঘাড়ে নিঃশ্বাস ফেলবে তারা। তাই ৩ পয়েন্ট ছাড়া কিছু ভাবছেন না ব্রুজ়ো। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু খেলা। সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement