Christian Eriksen

ডেনমার্কের প্রাথমিক দলে মৃত্যুঞ্জয়ী এরিকসেন

গত বছর ইউরো ২০২০-র প্রথম ম্যাচে ফিনল্যান্ডের বিরুদ্ধে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মাঠেই হৃদ‌্‌রোগে আক্রান্ত হন এরিকসেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২২ ০৮:৫৭
Share:

ক্রিশ্চিয়ান এরিকসেন। ফাইল চিত্র।

স্বপ্নপূরণ হওয়ার অপেক্ষায় ক্রিশ্চিয়ান এরিকসেন। কাতার বিশ্বকাপের জন্য ডেনমার্কের প্রাথমিক দলে ডাক পেয়েছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা। গত বছর ইউরো ২০২০-র প্রথম ম্যাচে ফিনল্যান্ডের বিরুদ্ধে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মাঠেই হৃদ‌্‌রোগে আক্রান্ত হন এরিকসেন। হৃদ‌্‌যন্ত্র সচল রাখার জন্য অস্ত্রোপচার করে ব্যাটারিচালিত একটি বিশেষ যন্ত্র বসানো হয় তাঁর শরীরে। তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে দেয় ইন্টার মিলান। এরিকসেন হার মানেননি। সুস্থ হয়ে উঠেই অনুশীলন শুরু করে দেন। সই করেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement