সংশয়: ডার্বির আগে হিজাজ়ি কি সুস্থ হবেন? উঠছে প্রশ্ন। ফাইল চিত্র।
যুবভারতীতে রবিবার ডুরান্ড কাপের ডার্বিতে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে হেক্তর ইউতসেকে কি দেখা যাবে ইস্টবেঙ্গল রক্ষণে? গত মরসুমে সবুজ-মেরুনের হয়ে খেলা স্পেনীয় ডিফেন্ডার এ বার যোগ দিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবে। কিন্তু ভিসা না পাওয়ায় এখনও তিনি
আসেননি কলকাতায়।
বুধবার রাতে যুবভারতীতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র যোগ্যতা অর্জন পর্বে আলতিন আসিরের বিরুদ্ধে ৬ মিনিটের মধ্যে এগিয়ে গিয়েও ২-৩ গোলে হারের জন্য ইস্টবেঙ্গলের রক্ষণের ব্যর্থতাই দায়ী। ডান হাঁটুতে ব্যান্ডেজ বেঁধে খেলা প্রধান ডিফেন্ডার হিজাজ়ি মাহের কখনওই স্বচ্ছন্দ্য ছিলেন না। মোহনবাগান থেকে ছিনিয়ে আনা আনোয়ার আলির আজ, শুক্রবার থেকে অনুশীলন শুরু করার কথা। এই পরিস্থিতিতে ডার্বির তিন দিন আগে লাল-হলুদ শিবিরের প্রধান চিন্তাই রক্ষণ নিয়ে। হেক্তর থাকলে দুশ্চিন্তা কিছুটা কমত। কিন্তু স্পেনীয় ডিফেন্ডার এখনও ভারতে আসার ভিসা পাননি বলে লাল-হলুদ অন্দরমহলের খবর। ফলে রবিবাসরীয় ডার্বিতে তাঁর খেলা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
হেক্তরকে নিয়ে অস্বস্তির মধ্যেই অবশ্য বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের সকাল থেকেই ডার্বির প্রস্তুতি শুরু করে দিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত। বুধবার রাতে ম্যাচ খেলায় এ দিন টিম হোটেলেই ‘রিকভারি সেশন’ রেখেছিলেন লাল-হলুদের স্পেনীয় কোচ। কুয়াদ্রাত অবশ্য মনে করেন, আলতিন আসিরের কাছে হারের প্রভাব ডার্বিতে পড়বে না। তাঁর কথায়, ‘‘ডার্বির আগে দু’দিন অনুশীলনের সুযোগ পাব। দেখতে হবে ফুটবলাররা কতটা ক্লান্তি কাটিয়ে উঠতে পেরেছে। মানসিক ভাবে ওরা কোন জায়গায় রয়েছে। মনে হয় না এই হারের কোনও প্রভাব ডার্বিতে পড়বে।’’
রক্ষণ নিয়ে চিন্তিত কুয়াদ্রাত যে এখন তাকিয়ে আছেন আনোয়ার ও হেক্তরের দিকেই, তা গোপন করেননি। বললেন, ‘‘আনোয়ার সদ্য যোগ দিয়েছে। হেক্তর কবে ভিসা পাবে আমি এখনও জানি না। আনোয়ার ও হেক্তর থাকলে আমাদের রক্ষণের সমস্যা মিটে যাবে।’’ ডার্বিতে কি আনোয়ার ও হেক্তর খেলতে পারবেন? কুয়াদ্রাত বলেন, ‘‘এখনই বলা সম্ভব নয় ডার্বিতে ওদের পাওয়া যাবে কি না।’’
আলতিন আসিরের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছেন রক্ষণের আর এক ভরসা মহম্মদ রকিপ। দ্বিতীয়ার্ধের শুরুতেই তাঁর পরিবর্তে জিকসন সিংহকে নামিয়েছিলেন কুয়াদ্রাত। রবিবাসরীয় ডার্বিতে কি খেলতে পারবেন রকিপ? তাঁর চোট কতটা গুরুতর? লাল-হলুদ কোচের কথায়, ‘‘রকিপের পায়ের পেশিতে কিছু সমস্যা হয়েছে। দেখা যাক কী হয়।’’ আর হিজাজ়ি? আশাবাদী কুয়াদ্রাত বললেন, ‘‘ডার্বির আগে হিজাজ়ি সুস্থ হয়ে উঠবে বলেই আশা করছি।’’ এ দিকে ইস্টবেঙ্গলের নজরে থাকা বিগনেশ দক্ষিণামূর্তিকে সই করাল চেন্নাইয়িন এফসি। এ ছাড়াও গত মরসুমে মোহনবাগান সুপার জায়ান্টে খেলা কিয়ান নাসিরি ও লালরিনলিয়ানা হামতেকে নিল দক্ষিণে ভারতের ক্লাব।