Tiger Shroff

পেশাদার ফুটবলে টাইগার শ্রফ, মুম্বইয়ের লিগে অভিষেক বলিউড অভিনেতার

এত দিন মঞ্চ বা পর্দায় দেখা গিয়েছে টাইগারের পায়ের দক্ষতা। এ বার দেখা যাবে ফুটবল মাঠে। সম্প্রতি পেশাদার ফুটবলে অভিষেক হয়েছে তাঁর। টাইগার খেলছেন মুম্বই প্রিমিয়ার লিগে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ২০:১৮
Share:

টাইগার শ্রফ। —ফাইল চিত্র।

শান্তাকুমারণ শ্রীসন্থ, সলিল আঙ্কোলার মতো ক্রিকেটারদের পেশাদার অভিনেতা হিসাবে দেখা গিয়েছে। সখে অভিনয় করেছেন আরও অনেক খেলোয়াড়। আবার অভিনেতা রাহুল বোস এক সময় ছিলেন ভারতীয় রাগবি দলের অধিনায়ক। বলিউডের আর এক অভিনেতা এ বার নাম লিখিয়েছেন পেশাদার ফুটবলে। তিনি টাইগার শ্রফ। পেশাদার ফুটবলে তাঁর অভিষেকও হয়ে গিয়েছে।

Advertisement

বলিউডের তরুণ অভিনেতাদের মধ্যে অন্যতম টাইগার। তাঁর ‘সিক্স প্যাক’ বহু তরুণীর হৃদয়ে ঝড় তোলে। টাইগারের নাচের ভক্ত অসংখ্য। এত দিন মঞ্চ বা সিনেমার পর্দায় দেখা গিয়েছে টাইগারের পায়ের জাদু। যে পায়ে মঞ্চে ঝড় তোলেন টাইগার, সেই পায়েই এ বার ফুটবল মাঠে দক্ষতার পরিচয় দিতে চান তিনি। মুম্বই প্রিমিয়ার লিগের ক্লাব মুম্বই এফসিতে পেশাদার ফুটবলার হিসাবে সই করেছেন টাইগার। ৩৪ বছরের অভিনেতা সই করেছেন ক্লাবের মার্কি ফুটবলার হিসাবে।

টাইগারের প্রিয় খেলা ফুটবল। অভিনেতাদের ফুটবল প্রতিযোগিতায় খেলেন নিয়মিত। এর আগে কখনও পেশাদার ফুটবল না খেলেননি টাইগার। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) নথি অনুযায়ী, ৩৪ বছরের অভিনেতার রেজিস্ট্রেশন নম্বর হল পিএল ০০০০৪০১৭০৩।

Advertisement

মুম্বই এফসি নতুন ক্লাব। গত জুনে তৈরি হয়েছে এই পেশাদার ফুটবল ক্লাব। প্রথম মরসুমেই তারা খেলছে মুম্বই প্রিমিয়ার লিগে। ক্লাবে সই করেছেন টাইগার। ক্লাবের হয়ে একটি ম্যাচও খেলেছেন অভিনেতা। তাঁর ফুটবল দক্ষতা দেখে খুশি ক্লাবের সমর্থক এবং টাইগারের ভক্তেরা। তাঁর খেলার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement