Football

ওড়িশাকে হারিয়ে জাতীয় যুব ফুটবলে সেরা বাংলা

সোমবার ফাইনালে ওড়িশাকে ২-০ গোলে হারিয়ে অপরাজিত থেকেই ১৮বার এই প্রতিযোগিতায় সেরা হল বাংলা। জোড়া গোল করে ম্যাচের সেরা শুভদীপ সর্দার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৪ ০৮:৪০
Share:

—প্রতীকী চিত্র।

জাতীয় যুব ফুটবল বি সি রায় ট্রফির টিয়ার ওয়ান-এ চ্যাম্পিয়ন বাংলা। সোমবার ফাইনালে ওড়িশাকে ২-০ গোলে হারিয়ে অপরাজিত থেকেই ১৮বার এই প্রতিযোগিতায় সেরা হল বাংলা। জোড়া গোল করে ম্যাচের সেরা শুভদীপ সর্দার। গোল করে ২ ও ৭২ মিনিটে।

Advertisement


বাংলা দলের ছয় জন ফুটবলারের উত্থান খড়দহের বাংলা ফুটবল অ্যাকাডেমি থেকে। ফুটবলার, কোচ ও অন্যান্য সদস্যের পাশাপাশি বাংলা ফুটবল অ্যাকাডেমির সঙ্গে যুক্ত সকলকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘বাংলাই আগামী দিনে পথ দেখাবে।’’ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও অভিনন্দন জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement