Copa Del Rey Final

পাঁচ গোল, তিন লাল কার্ড! চড়া মেজাজের এল ক্লাসিকো, রিয়ালকে হারিয়ে কোপা দেল রে বার্সার

ফাইনালের আগে থেকেই রেফারিকে নিয়ে তৈরি হয়েছিল উত্তেজনা। রিয়ালের পোস্ট করা একটি ভিডিয়োকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল আবহ। সেই উত্তাপেই আশা ভঙ্গ হল কিলিয়ন এমবাপেদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৫ ১১:০৪
Share:
Picture of Barcelona

ট্রফি নিয়ে বার্সেলোনা ফুটবলারদের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।

কোপা দেল রে চ্যাম্পিয়ন হল বার্সেলোনা। নাটকীয় ফাইনালে ৩-২ ব্যবধানে রিয়াল মাদ্রিদকে হারাল বার্সা। অথচ ৮৩ মিনিট পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়েছিল রিয়াল। টানটান উত্তেজনার এল ক্লাসিকোর অতিরিক্ত সময়ের শেষ ২ মিনিটে রিয়ালের ৩ ফুটবলার লাল কার্ড দেখলেন।

Advertisement

ফাইনালের আগে থেকেই রেফারিকে নিয়ে তৈরি হয়েছিল উত্তেজনা। রিয়ালের পোস্ট করা একটি ভিডিয়োকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল আবহ। সেই উত্তাপেই আশা ভঙ্গ হল কিলিয়ন এমবাপেদের।

২৮ মিনিটে পেদ্রির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। আক্রমণ-প্রতি আক্রমণ নির্ভর ম্যাচে প্রথমার্ধে আর গোল হয়নি। দু’দলই গোলের একাধিক সুযোগ নষ্ট করে। যদিও প্রথমার্ধে দাপট ছিল বার্সারই। প্রথমার্ধের সংযুক্ত সময় বক্সের বাঁ দিক থেকে বিপজ্জনকভাবে ঢুকে পড়া রাফিনিয়াকে বাধা দেন রিয়ালের রাউল আসেনসিও। পড়ে যান বার্সার ব্রাজিলীয় ফুটবলার। পেনাল্টির বাঁশি বাজান রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া। যদিও ভিএআর দেখার পর পেনাল্টির সিদ্ধান্ত বাতিল করেন তিনি। পেনাল্টি আদায় করতে ইচ্ছাকৃত পড়ে গিয়ে হলুদ কার্ড দেখেন রাফিনিয়া।

Advertisement

পিছিয়ে থাকা রিয়াল বিরতির পর আক্রমণের ঝাঁজ আরও বৃদ্ধি করে। তবে গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ৭০ মিনিট পর্যন্ত। রিয়ালের হয়ে সমতা ফেরান এমবাপে। গোল পাওয়ার পরও বার্সা রক্ষণকে স্বস্তিতে থাকতে দেননি রিয়ালের ফুটবলারেরা। ৭৭ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করে রিয়ালকে এগিয়ে দেন চুয়ামেনি। তখন অনেকেই ধরে নিয়েছিলেন পিছিয়ে থেকে এগিয়া যাওয়া রিয়ালই ফাইনাল জিতবে। হ্যান্সি ফ্লিকের দল অবশ্য হাল ছাড়েনি। লামিনে ইয়ামালের পাস থেকে বল পেয়ে ৮৪ মিনিটে ফেরান তোরেস বার্সাকে সমতায় ফেরান। বার্সার প্রথম গোলের ক্ষেত্রেও ইয়ামালের অবদান ছিল। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ২-২ ফলে। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ফুটবল প্রেমীরা যখন প্রায় ধরে নিয়েছেন খেতাবের নিষ্পত্তি হবে টাইব্রেকারে, তখনই ম্যাচের রং বলে দেন বার্সা ডিফেন্ডার জুলস কুন্দ। লুকা মদ্রিচের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ২৫ গজ দূর থেকে ডান পায়ের শক্তিশালী শটে রিয়াল গোলরক্ষককে পরাস্ত করেন ১১৬ মিনিটে।

বার্সা ৩-২ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর মেজাজ হারাতে শুরু করেন রিয়াল ফুটবলারেরা। ১২৩ মিনিটের মাথায় এমবাপের ফ্রিকিকের আবেদনে রেফারি বুর্গোস কর্ণপাত না করায় উত্তপ্ত হয়ে ওঠে রিয়াল বেঞ্চ। ক্ষুব্ধ অ্যান্তনিয়ো রুডিগার মাঠের মধ্যে ঢুকে পড়েন। রেফারির দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। দলের অতিরিক্ত ডিফেন্ডারকে সামলান রিয়ালের অন্য ফুটবলারেরা। একই সময় রিয়ালের বেঞ্চ থেকে কিছু একটা ছোড়া হয় রেফারিকে লক্ষ্য করে। কে ছুড়েছেন তা স্পষ্ট বোঝা যায়নি। তবে বেঞ্চ থেকে মাঠে ঢুকে পড়ার অপরাধে রুডিগারকে লাল কার্ড দেখান বুর্গোস। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কয়েক সেকেন্ড পর লুকাস ভাসকেজকেও লাল কার্ড দেখান রেফারি। খেলা শেষ হওয়ার আগের মুহূর্তে লাল কার্ড দেখেন জুড বেলিংহ্যামও।

ম্যাচের উত্তেজনা সীমাবদ্ধ ছিল খেলার মধ্যেই। খেলা শেষ হওয়ার পর সৌজন্যের অভাব দেখা যায়নি। মরসুমের তৃতীয় এল ক্লাসিকো এবং ৩২তম কোপা দেল রে জয়ের পর রিয়ালের ফুটবলারেরা পদ নিতে যাওয়ার সময় তাঁদের গার্ড অফ অনার দেন বার্সা ফুটবলারেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement