দিমিত্রি পেত্রাতোসকে সই করাল এটিকে মোহনবাগান। ফাইল ছবি
দলবদলের বাজারে আরও একটু ঘর গুছিয়ে নিল এটিকে মোহনবাগান। গত বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলে থাকা দিমিত্রি পেত্রাতোসকে সই করাল তারা। তবে সে বার একটিও ম্যাচে তিনি মাঠে নামেননি। অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগের ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের এই ফুটবলারকে এ বার দেখা যাবে সবুজ-মেরুন জার্সিতে।
পেত্রাতোসকে সই করানোর ফলে ছয় বিদেশির কোটা পূরণ হয়ে গেল এটিকে মোহনবাগানে। এশীয় কোটার বিদেশি হিসাবেই যোগ দিচ্ছেন পেত্রাতোস। রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামস এ মরসুমে দল ছেড়েছেন। তাঁদের বদলি হিসাবেই পেত্রাতোসকে সই করানো হল। কোচ জুয়ান ফেরান্দো এমন ফুটবলারের খোঁজে ছিলেন, যিনি ফরোয়ার্ডে ছাড়াও আক্রমণাত্মক মিডফিল্ডার হিসাবে খেলতে পারবেন। দিমিত্রি সে রকমই একজন ফুটবলার। আক্রমণাত্মক মিডফিল্ডার হিসাবে খেলা ছাড়াও তিনি পারদর্শী উইঙ্গার হিসাবে।
২৯ বছর বয়সী অস্ট্রেলিয়ার এই ফুটবলারের পেশাদার ফুটবলজীবন শুরু ২০১০-১১ মরসুমে। সিডনি ফুটবল ক্লাবের হয়ে খেলেন তিনি। এর পর যোগ দেন মালয়েশিয়ার ক্লাব কেলান্তানে। ছ’মাস খেলার পর অস্ট্রেলিয়ায় ফিরে এসে যোগ দেন ব্রিসবেন রোরে। ২০১৭-য় নিউক্যাসল জেটস তাঁকে সই করায়। মাঝে লোনে কিছু দিন খেলেছেন দক্ষিণ কোরিয়ার ক্লাব উলসানে। তিন বছর জেটসের হয়ে খেলার পর সৌদি আরবের ক্লাব আল ওয়েহদাতে যোগ দেন। সেখান থেকেই গত বছর লোনে খেলেছেন ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সে। সিডনি থেকে এ বার তিনি এটিকে মোহনবাগানে।
অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন তিনি। রাশিয়া বিশ্বকাপে ২৩ জনের দলে থাকলেও প্রথম একাদশে সুযোগ পাননি। তাঁর বাবা অ্যাঞ্জেলো খেলেছেন সিডনি অলিম্পিক্স এফসি-র হয়ে। ভাই কোস্তা জেটসে তাঁর সতীর্থ ছিলেন।
এ দিকে, সোমবারই আনুষ্ঠানিক ভাবে রয় কৃষ্ণকে সই করানোর কথা ঘোষণা করল বেঙ্গালুরু এফসি। কৃষ্ণও টুইটারে বলে দিলেন, ‘আমি তৈরি।’