বিশ্বকাপে বার বার বিতর্কে জড়ানোর পরেও বিতর্ক থেকে সরে আসছেন না এমিলিয়ানো মার্তিনেস। এ বার ক্লাবের হয়েও বিতর্কে তিনি। —ফাইল চিত্র
ক্লাবের জার্সিতে দিনটা ভাল যায়নি এমিলিয়ানো মার্তিনেসের। অ্যাস্টন ভিলার হয়ে লিস্টার সিটির বিরুদ্ধে ৪টি গোল খেয়েছেন তিনি। ২-৪ গোলে হেরেছে দল। দু’বার এগিয়ে গিয়েও জিততে না পারার খানিকটা দায় অবশ্যই মার্তিনেসের। কিন্তু বিশ্বকাপের সেরা গোলরক্ষক জানিয়েছেন, খেলার ধরন বদলাবেন না তাঁরা। তাতে ম্যাচ হারলেও কোনও ক্ষতি নেই।
লিস্টারের করা ৪টি গোলের মধ্যে অন্তত ২টি হয়েছে ভিলার রক্ষণের ভুলে। হাই ডিফেন্সিভ লাইনে খেলে ডুবতে হয়েছে উনাই এমেরির দলকে। কিন্তু তাতে তাঁদের কোনও আফসোস নেই বলে জানিয়েছেন মার্তিনেস। তাঁরা একই রকম খেলা খেলবেন বলে জানিয়েছেন তিনি। মার্তিনেস বলেছেন, ‘‘আমরা জানুয়ারিতে খুব ভাল খেলেছি। রক্ষণ খুব ভাল খেলেছে। কিন্তু লিস্টারের কাছে হেরেছি। ৩ পয়েন্ট ওদের প্রাপ্য ছিল। কিন্তু আমরা নিজেদের খেলার ধরন বদলাব না। হাই ডিফেন্সিভ লাইন নিয়েই খেলব।’’
মার্তিনেসের মতে, খেলার ফলের থেকেও বেশি গুরুত্বপূর্ণ নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলা। একটি ম্যাচের ফলে সেটা বদলে যেতে পারে না। তিনি বলেছেন, ‘‘আমরা বলের দখল রেখে খেলতে চাই। আক্রমণাত্মক ফুটবল খেলতে চাই। পরিকল্পনা থেকে সরব না। তাতে কয়েকটা ম্যাচে আমরা হয়তো হারতে পারি। তাতে কিছু এসে যায় না।’’
তবে মার্তিনেসের এই কথায় বিতর্ক ছড়িয়েছে। ভিলা সমর্থকদের মধ্যে অনেকের অভিযোগ, নিজের দোষ ঢাকতে এই কথা বলছেন মার্তিনেস। বিশ্বকাপে যা খেলা তিনি খেলেছেন তার ধারেকাছে নেই মার্তিনেস। এ ভাবে পরিকল্পনার উপর দোষ না দিয়ে নিজের খেলার দিকে তাঁকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন সমর্থকরা।
মার্তিনেসের সুরেই অবশ্য কথা বলতে দেখা গিয়েছে এমেরিকে। দলের কোচ বলেছেন, ‘‘লিস্টার সব বিভাগে আমাদের থেকে ভাল খেলেছে। আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। হেরে যাওয়ায় হয়তো সমর্থকরা হতাশ হয়েছেন। কিন্তু নিজেদের খেলার ধরন আমরা বদলাব না। আগামী দিনেও একই ভাবে ফুটবল খেলব।’’