English Premier League

আর্সেনাল দুরন্ত, জয়ে ফিরল চেলসি

রবিবার টটেনহ্যাম গোলরক্ষক হুগো লরিসের আত্মঘাতী গোলে ১৪ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। ৩৬ মিনিটে ২-০ করেন মার্টিন ওডেগার্ড। এই ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারেননি হ্যারি কেনরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ ০৮:৪০
Share:

আর্সেনাল এগিয়ে গেল ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও একধাপ। ছবি: সংগৃহীত।

ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল আর্সেনাল। রবিবার টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়ে ম্যাঞ্চেস্টার সিটির চেয়ে আট পয়েন্ট এগিয়ে গেলেন বুকায়ো সাকারা। চার ম্যাচ পরে জয়ের সরণিতে প্রত্যাবর্তন ঘটাল চেলসি। কাই হাভাৎজ়ের গোলে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসকে ১-০ হারাল তারা।

Advertisement

রবিবার টটেনহ্যাম গোলরক্ষক হুগো লরিসের আত্মঘাতী গোলে ১৪ মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। সাকার সেন্টার হাত দিয়ে বিপন্মুক্ত করতে গিয়ে অবিশ্বাস্য ভাবে নিজের গোলেই ঢুকিয়ে দেন ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্স দলের অধিনায়ক। ৩৬ মিনিটে ২-০ করেন মার্টিন ওডেগার্ড। এই ধাক্কা সামলে আর ঘুরে দাঁড়াতে পারেননি হ্যারি কেনরা। এই মুহূর্তে ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ইপিএল টেবলের শীর্ষ স্থানে আর্সেনাল। সমসংখ্যক ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যান সিটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement