Lionel Messi

রোনাল্ডোর জার্সি দেখে রেগে গেলেন মেসি, এ বার সিআর৭-এর রোগ এলএম১০-এরও

লিয়োনেল মেসিকে দেখা গেল এক সমর্থকের উপর রেগে যেতে। মেসিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জার্সি দেখাচ্ছিলেন সেই সমর্থক। তাতে রেগে যান ইন্টার মায়ামির অধিনায়ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৫:৪৪
Share:
Lionel Messi

লিয়োনেল মেসি। —ফাইল চিত্র।

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালের প্রথম পর্বে হেরে গিয়েছে ইন্টার মায়ামি। সেই ম্যাচে হারের পর লিয়োনেল মেসিকে দেখা গেল এক সমর্থকের উপর রেগে যেতে। মেসিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জার্সি দেখাচ্ছিলেন সেই সমর্থক। তাতে রেগে যান ইন্টার মায়ামির অধিনায়ক।

Advertisement

বিভিন্ন সময় রোনাল্ডো খারাপ খেললে তাঁকে মেসির নাম নিয়ে রাগাতে দেখা গিয়েছিল। রোনাল্ডো রেগেও যেতেন। তেমনই একটি পরিস্থিতিতে এ বার পড়তে হল মেসিকে। সাধারণত মেসিকে রাগতে দেখা যায় না। কিন্তু এক সমর্থক রোনাল্ডোর জার্সি দেখানোর পর মেসিকে বলতে শোনা যায়, “ওকে দেখতে হলে আরবে যাও।” রোনাল্ডো আল নাসেরের হয়ে সৌদি আরবের ফুটবল লিগে খেলেন।

ম্যাচে ভ্যানকুভারের বিরুদ্ধে মায়ামি ০-২ গোলে হেরে যায়। দ্বিতীয় পর্বের ম্যাচ বাকি রয়েছে। সেখানে অন্তত তিন গোলের ব্যবধানে জিততে হবে মেসিদের। ৩৭ বছরের মেসি সেই ম্যাচে খেললেও তাঁকে লিগে এফসি ডালাসের বিরুদ্ধে খেলতে দেখা যাবে না। মায়ামি তাঁকে ওই ম্যাচের দলে রাখেনি।

Advertisement

২০০৪ সালে বার্সেলোনার হয়ে ফুটবল খেলা শুরু করেছিলেন মেসি। ২০২১ পর্যন্ত সেই দলের হয়ে খেলেন তিনি। পরে যোগ দেন প্যারিস সঁ জরমঁতে। কিন্তু ২০২৩ সালে প্যারিসের ক্লাব ছেড়ে মেসি চলে যান ইন্টার মায়ামিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement