গত দু’টি মরসুমে ভাল দল গড়তে পারেনি ইস্টবেঙ্গল। এ বার আগে থেকেই আসরে নেমেছে লাল-হলুদ। দল গঠনের জন্য দুই প্রাক্তন ফুটবলারকে নিয়োগ করা হয়েছে।
ইস্টবেঙ্গল সমর্থকদের এই উল্লাস কি এ বার দেখা যাবে? ফাইল চিত্র
গত দু’টি মরসুমে ভাল দল গড়তে পারেনি ইস্টবেঙ্গল। এ বার আগে থেকেই আসরে নেমেছে লাল-হলুদ। দল গঠনের জন্য দুই প্রাক্তন ফুটবলারকে নিয়োগ করা হয়েছে।
সোমবার কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আলভিটো ডি কুনহা এবং ষষ্ঠী দুলে আগামী মরসুমের জন্য স্পটার হিসেবে কাজ করবেন। ইস্টবেঙ্গলের আশিয়ান কাপ জয়ী দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার মঙ্গলবার কেরল রওনা হবেন। সেখানে সন্তোষ ট্রফির খেলায় উপস্থিত থাকবেন আলভিটো এবং ষষ্ঠী। ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন ফুটবলারদের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নিয়েছে কর্মসমিতি।
যে হেতু শ্রী সিমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গলের এখন আর কোনও সম্পর্ক নেই, তাই বাংলার ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ-র কাছে আবেদন জানানো হয়েছে, এখন থেকে ফুটবল সংক্রান্ত যাবতীয় বিষয়ের ক্ষেত্রে যেন ‘ইস্টবেঙ্গল ক্লাব’ বলে উল্লেখ করা হয়।
কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ক্লাবের পরিচালনায় বাণিজ্যিক জগতের বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে। এ ছাড়া ক্লাব তাঁবুতে সদস্যদের জন্য রেস্তরাঁ চালু করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।