প্রস্তুতি ম্যাচে এ বার ক্যাচ ফস্কালেন কোহলি

ঘরের মাঠে জ্বলে উঠলেও অনেক দেরি করে ফেললেন অফ স্পিনার বাবা অপরাজিত। ততক্ষণে বাইশ বছরের ওপেনার কিপার ক্যামেরন ব্যানক্রফট দেড়শো তুলে ফেলে তাঁর দল অস্ট্রেলিয়া ‘এ’-কে বড় ব্যবধানে এগিয়ে দিয়েছেন। উল্টো দিক থেকে ছয় ব্যাটসম্যান আউট হয়ে গেলেও ক্রিজ আঁকড়ে থেকে অসাধারণ ব্যাট করেন ব্যানক্রফট। দ্বিতীয় বেসরকারি টেস্টের দ্বিতীয় দিনে ভারত ‘এ’-র চেয়ে তাঁর দল ১৯৪ রানে এগিয়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৫ ০৪:২৬
Share:

ঘরের মাঠে জ্বলে উঠলেও অনেক দেরি করে ফেললেন অফ স্পিনার বাবা অপরাজিত। ততক্ষণে বাইশ বছরের ওপেনার কিপার ক্যামেরন ব্যানক্রফট দেড়শো তুলে ফেলে তাঁর দল অস্ট্রেলিয়া ‘এ’-কে বড় ব্যবধানে এগিয়ে দিয়েছেন। উল্টো দিক থেকে ছয় ব্যাটসম্যান আউট হয়ে গেলেও ক্রিজ আঁকড়ে থেকে অসাধারণ ব্যাট করেন ব্যানক্রফট। দ্বিতীয় বেসরকারি টেস্টের দ্বিতীয় দিনে ভারত ‘এ’-র চেয়ে তাঁর দল ১৯৪ রানে এগিয়ে।
ব্যানক্রফটের ১৫০ ছাড়াও এ দিন ক্যালাম ফার্গুসনের ৫৪-র ইনিংসও জ্বলজ্বল করছে। সৌজন্যে অপরাজিত এমনকী বিরাট কোহলিও। যাঁরা তাঁর ক্যাচ ফেলে ফার্গুসনকে দু-দু’বার জীবন দেন। দু’বারই দুর্ভাগ্যবান বোলার শ্রেয়াস গোপাল। আগের দিন ব্যাট হাতে নেমে ৪২ বলে মাত্র ১৬ করেছিলেন বিরাট। প্রস্তুতি হিসেবে ধরলে ম্যাচটা কিন্তু দ্বিতীয় দিনও খুব একটা ভাল গেল না ভারতের টেস্ট অধিনায়কের।
কোচ দ্রাবিড়ের দলকে ১৩৫-এ অল আউট করার পর অস্ট্রেলিয়া ‘এ’ তোলে ৩২৯-৯। জুনিয়র অবস্থা থেকে চিপকের মাঠে বল করে আসা অপরাজিত অজি ইনিংসের শেষ দিকে হানা দিলেও প্রথম উইকেটে ১১১ আর চতুর্থ উইকেটে ১০৭-এর পার্টনারশিপে বড় রান তুলে নেয় তারা। চিপকের পিচ থেকে অপরাজিত (৫-৭৪), প্রজ্ঞান ওঝা (৩-৯৯) ঘূর্ণি আদায় করে নিলেও বিপক্ষের রানের গতি রুখতে পারেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement