ভারতীয় ব্রিগেডের সিরিজ জয়ের পিছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জসপ্রীত বুমরা। ডেথ ওভারে বুমরার স্পেল বারবার সমস্যায় ফেলেছে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। সিরিজের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি।
বুমরা ছাড়াও যাঁর বোলিং নাস্তানাবুদ করেছে কিউয়িদের, তিনি যুজবেন্দ্র সিংহ চাহাল। প্রথম এবং শেষ ম্যাচে তাঁর বোলিংয়ে ভর করেই জেতে ভারত।
স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিন ম্যাচেই বার বার দেখা গিয়েছে অধিনায়ক বিরাট কোহালির আগ্রাসন। ম্যাচের মাঝে কোহালির আগ্রাসন মনস্তাত্বিক ভাবে চাপে রেখেছিল কিউয়ি ক্রিকেটারদের।
অধিনায়কত্বের পাশাপাশি মিডল অর্ডারে ভারতীয় ব্যাটিংয়ের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছেন কোহালি। প্রথম ম্যাচে অপরাজিত ২৬ এবং দ্বিতীয় ম্যাচে ৬৫ করেন তিনি।
শুধু ব্যাট বা বল হাতেই নয়, ভারতীয় বিগ্রেডের অনবদ্য ফিল্ডিং ভারতের এই জয়ের অন্যতম প্রধান কারণ।