দিন-রাতের প্রথম টেস্ট এ বছরেই হবে ভারতে

এর আগে বিনোদ রাইয়ের নেতৃত্বে প্রশাসকদের কমিটি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের মাটিতে দিন-রাতের টেস্ট ম্যাচের প্রস্তাব নাকচ করে দিয়েছিল। সঙ্গে জানিয়ে দেওয়া হয়, এ ব্যাপারে ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে আগে কথা বলতে হবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৮ ১৭:২১
Share:

সব কিছু ঠিকঠাক চললে অভিনব ব্যাপার ঘটতে চলেছে ভারতীয় ক্রিকেটে। ওয়েস্ট ইন্ডিজের আসন্ন ভারত সফরে যে দু’টি টেস্ট ম্যাচ হওয়ার কথা, তার একটি হবে দিন-রাতের। সোমবার এ কথা জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত সচিব অমিতাভ চৌধুরি।

Advertisement

আইসিসির বৈঠকে যোগ দিতে এই মুহূর্তে কলকাতায় রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত সচিব। সেখানেই তিনি সাংবাদিকদের বলেন, ‘‘ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। এ ছাড়াও নির্বাচক, বোর্ডের পদাধিকারীদের সঙ্গেও কথা হয়েছে। তার ভিত্তিতেই ঠিক হয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের একটি হবে দিন-রাতের।’’

এর আগে বিনোদ রাইয়ের নেতৃত্বে প্রশাসকদের কমিটি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের মাটিতে দিন-রাতের টেস্ট ম্যাচের প্রস্তাব নাকচ করে দিয়েছিল। সঙ্গে জানিয়ে দেওয়া হয়, এ ব্যাপারে ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে আগে কথা বলতে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই দুই টেস্ট ম্যাচ হওয়ার কথা হায়দরাবাদ ও রাজকোটে। তবে এখনও পর্যন্ত কোনও দিনক্ষণ ঘোষণা হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। এ দিন ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজের ভবিষ্যৎ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠি বলেন, এ ব্যাপারে বল ভারতের কোর্টে। পাক বোর্ডের চেয়ারম্যান বলছেন, ‘‘উপমহাদেশের ক্রিকেটপ্রেমী মানুষের স্বার্থেই দুই দেশের ফের বাইশ গজে মুখোমুখি হওয়া উচিত। আর ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করার জন্য বল রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কোর্টেই।’’

Advertisement

পাক বোর্ডের তরফে দাবি করা হয়, ২০১৪ সালে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজের জন্য মউ চুক্তি হয়েছিল। কিন্তু তা উড়িয়ে দিয়ে অমিতাভ চৌধুরি বলেন, ‘‘ওটা কোনও চুক্তি নয়। প্রাথমিক কথা হয়েছিল দুই বোর্ডের মধ্যে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement