পাকিস্তানের এই হোটেলেই আগুন লাগে। ছবি: সংগৃহীত।
অল্পের জন্য প্রাণে বেঁচে গেল একটা গোটা ক্রিকেট টিম। হোটেলে আগুন লেগে ১১ জনের মৃত্যু হলেও বেঁচে গিয়েছেন ওই খেলোয়াড়েরা। আলাদা হলেও সোমবারের এই ঘটনা ফিরিয়ে আনল টিম চাপেকোয়েনসের স্মৃতি। গত সপ্তাহেই ব্রাজিলের ওই ফুটবল টিমের বেশির ভাগ খেলোয়াড়ই মারা গিয়েছিলেন।
একটি টুর্নামেন্ট খেলতে করাচির এক চারতারা হোটেলে উঠেছিল ইউনাইটেড ব্যাঙ্ক লিমিটেড ক্রিকেট দল। কায়েদে আজম ট্রফির সুপার আটের ম্যাচ ছিল হাবিব ব্যাঙ্ক লিমিটেডের সঙ্গে। কিন্তু সোমবার ভোরে হঠাত্ই ওই হোটেলের রান্নাঘরে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গোটা হোটেলে। চারতলার কয়েকটি ঘরে ওই খেলোয়াড়েরা ছিলেন। আগুন সেখানেও পৌঁছে যায়। প্রাণ বাঁচাতে দোতলা অবধি সিঁড়ি দিয়ে দৌড়ে আসেন খেলোয়াড়েরা। সেখান থেকে একতলায় লাফিয়ে পড়েন দলের দু’জন। ঝাঁপ দিয়ে নীচে পড়ে যাওয়ায় লেগ স্পিনার কারামত আলি ও মোর্তাজা দু’জনেই আহত গুরুতর হয়েছেন। মোর্তাজার পা ভেঙেছে। কারামতের হাতে চোট লেগেছে। তাঁরা জানিয়েছেন, গোটা দলটাই চারতলায় ছিল। সকাল আটটা নাগাদ হঠাৎই ঘরগুলো ধোঁয়ায় ভরে যায়। খেলোয়াড়দের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। সেই সময় তাড়াহুড়োয় নামতে গিয়ে আতঙ্কে নীচে ঝাঁপ মারেন ওই দু’জন।
আহত দুই প্লেয়ার। ছবি: টুইটার।
পুলিশ জানিয়েছে, খেলোয়াড়েরা বেঁচে গেলেও ওই ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে। আহত ৭৫ জন। দলের শীর্ষ কর্তা নাদিম খান জানান, পুরো দল চারতলায় ছিল। হোটেলে আগুন লাগার খবরে তাঁদের ঘুম ভাঙে। ওই দলে ছিলেন শোয়েব মকসুদ। শোয়েব দেশের হয়ে ২৬টি এক দিনের ম্যাচ ও ২০টি টি-২০ ম্যাচ খেলেছেন। তিনিও সুস্থ আছেন। এই ঘটনায় টুর্নামেন্টের এই ম্যাচটি সাময়িক ভাবে স্থগিত রাখা হয়েছে। কারণ, খেলোয়াড়েরা এখনও আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি। কয়েক দিন আগে বিমান দুর্ঘটনায় ব্রাজিলের চাপেকোয়েনস ফুটবল দলের বেশির ভাগ খেলোয়াড়ই মারা গিয়েছেন। তার মধ্যে দু’জন প্লেয়ার আহত। এই অবস্থায় কবে খেলতে পারবে দল সেটাই প্রশ্ন।
আরও খবর
স্ত্রীকে ফোন করে ‘বেঁচে আছি’ বলার পরই সব শেষ