বিশ্বকাপের পরিক্রমায় ফিফা সব সময়ই কোনও না কোনও প্রাক্তন তারকাকে পাঠায় বিভিন্ন দেশে। কাপের সঙ্গী করে।
এ বার ভারতে অনূর্ধ্ব ১৭ যুব বিশ্বকাপে ট্রফি পরিক্রমা শুরু হচ্ছে ৬ সেপ্টেম্বর মুম্বইতে। ফিফা কোনও লেজেন্ডকে পাঠাচ্ছে না। তবে চেষ্টা হচ্ছে কাপ-পরিক্রমার প্রথম দিন লেজেন্ডসদের নিয়ে একটি ম্যাচ করার। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সেটাই চাইছে। ফেডারেশন সচিব কুশল দাশ দিল্লি থেকে ফোনে বৃহস্পতিবার বললেন, ‘‘বিশ্বখ্যাত কিছু ফুটবলারকে নিয়ে একটি ম্যাচ করার কথাবার্তা চলছে ফিফার সঙ্গে। ট্রফি ট্যুর শুরুর দিন সেটা মুম্বইতে হতে পারে। কারা খেলবে তা ঠিক হয়নি। বিশ্বকাপ শুরুর এক মাস আগে ওই ম্যাচটা হলে উন্মাদনা আরও বাড়বে।’’
যুব বিশ্বকাপ সংগঠনের কাজের পাশাপাশি এ দিন অবশ্য দিল্লির ফুটবল হাউসে ব্যস্ততা ছিল দু’টো বিষয় নিয়ে। এক) প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির বৈঠক। দুই) আই লিগের নতুন দল নেওয়া নিয়ে আলোচনা।
অবিনাশ রুইদাসকে নিয়ে চলা চুক্তি বিতর্ক নিয়ে অবশ্য কোনও সিদ্ধান্ত হল না প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সভায়। কারণ অবিনাশ এবং ইস্টবেঙ্গল দু’পক্ষই চিঠি দিয়ে জানিয়েছে, তারা নিজেদের মধ্যে আলোচনা করে সমঝোতা সূত্র বের করার চেষ্টা চালাচ্ছে। ফেডারেশন সচিব কুশল দাশ বললেন, ‘‘ইস্টবেঙ্গল ও অবিনাশের আইনজীবী চিঠি দিয়ে সময় চেয়েছেন। ওঁরা যদি নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান সূত্র বের করে ফেলে তা হলে আর সভা ডাকা হবে না। এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে সব কিছু মেটানোর জন্য।’’
আরও পড়ুন: জন্মদিনে শপথ কামোর, আজ গোল করবোই
অবিনাশ আইএসএলে খেলবেন সেটা নিশ্চিত। ইস্টবেঙ্গলও বজবজের প্রতিশ্রুতিমান ফুটবলারটিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কারণ স্বয়ং কোচ খালিদ জামিলই বিতর্কিত ফুটবলারটিকে দলে নিতে চাইছেন না। তা হলে কী নিয়ে আলোচনা করছে দু’পক্ষ? দিল্লির খবর, ইস্টবেঙ্গলের সঙ্গে যে-হেতু অবিনাশের চুক্তি আছে তাই নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার জন্য সম্মানজনক কিছু চাইছে লাল-হলুদ শিবির। কোন ফর্মুলা মেনে অবিনাশের মুক্তি মিলবে তা নিয়ে তাঁর আইনজীবীর সঙ্গে এ দিন দিল্লিতে সভা করেন আইএফএ-র প্রেসিডেন্ট সুব্রত দত্ত এবং সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। সেখানে ছিলেন কুশলবাবুও। ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বললেন, ‘‘আমরা সব কিছু আইএফএ প্রেসিডেন্ট ও সচিবের উপর ছেড়ে দিয়েছি। ওঁরা যা করবেন সেটাই মেনে নেব।’’ বিতর্কিত অবিনাশ অবশ্য ফোন বন্ধ করে রেখেছেন। এ দিন প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সভায় মিনার্ভা পঞ্জাবের ফুটবলার অর্ণব দাশ শর্মাকে আইএসএলে খেলতে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেল। অবিনাশের মতো তাঁরও একই রকম চুক্তি বিতর্ক চলছিল। মিনার্ভা অর্ণবকে ছেড়ে দিয়েছে। তবে পুণের ক্লাব ডি এস কে শিবাজিয়ান্স ও সাদার্ন সমিতির ফুটবলারদের গতবারের বকেয়া মেটানোর জন্য বলা হয়। শোনা যাচ্ছে, টিম তুলে দিতে চাইছে শিবাজিয়ান্স।
আজ শুক্রবার অবশ্য আই লিগের নতুন ক্লাবের নাম ঘোষণা হবে। শোনা যাচ্ছে, ফেডারেশনের শর্ত পূরণ করতে পারলে নিলাম থেকে দু’টো দল নেওয়া হতে পারে। মোট চারটি দরপত্র জমা পড়েছে আই লিগ খেলার জন্য।