SC East Bengal

SC East Bengal: ওমিদ সিংহের বকেয়া টাকা মিটিয়ে দিতে ইস্টবেঙ্গলকে চিঠি দিল ফিফা

গত মরসুমে ওমিদ-সহ ২৯ জন ফুটবলারের সঙ্গে চুক্তি করেছিল ক্লাব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২১ ২২:১৬
Share:

ওমিদ সিংহ টুইটার

ফুটবলার সই করানোর ক্ষেত্রে ফের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে এসসি ইস্টবেঙ্গল। ইরানের ফুটবলার ওমিদ সিংহের বকেয়া টাকা না মেটানোয় ফের ফিফার শাস্তির মুখে পড়তে হতে পারে তাদের। বুধবার এসসি ইস্টবেঙ্গলের দফতরে চিঠি পাঠিয়েছে ফিফা

Advertisement

গত মরসুমে ওমিদ-সহ ২৯ জন ফুটবলারের সঙ্গে চুক্তি করেছিল এই ক্লাব। তাদের মধ্যে কিছু ফুটবলারকে দলে নিলেও ওমিদকে খেলায়নি এসসি ইস্টবেঙ্গল। তাঁর প্রাপ্য টাকাও দেওয়া হয়নি বলে অভিযোগ।

এই ঘটনা নিয়ে যদিও শ্রী সিমেন্টের ঘাড়েই দায় চাপিয়েছে ওই ক্লাব। লাল-হলুদের এক কর্তা বলেন, ‘‘আমাদের সঙ্গে চুক্তি হওয়া সমস্ত ফুটবলারের কাগজপত্র আমরা শ্রী সিমেন্টের কাছে আগেই পাঠিয়ে দিয়েছিলাম। তাই এই ব্যাপারে আমাদের নতুন করে কিছু বলার নেই।’’

Advertisement

এই ব্যাপারে ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন এসসি ইস্টবেঙ্গল সিইও শিবাজী সমাদ্দার। তিনি বলেন, ‘‘আমাদের কাছে চিঠি এসেছে। আমরা যখন ২৯ জন ফুটবলারের কাগজপত্র পেয়েছিলাম। তবে আমরা ক্লাবকে জানিয়েছিলাম ওমিদের কাগজপত্র ঠিক নেই। তারপর আর কিছুই এগোয়নি। আমরা ফিফার পাঠানো চিঠি নিয়ে ক্লাবের সঙ্গে আলোচনা করব। দেখব কী করা যায়।’’

তবে বার বার এই ধরনের চিঠি নিয়ে বেশ ক্ষুব্ধ শ্রী সিমেন্ট কর্তারাও। এমনিতেই চূড়ান্ত চুক্তিপত্রে এখনও সই হয়নি। তার উপর বার বার ফিফার চিঠি। সব মিলিয়ে সমস্যায় জেরবার এসসি ইস্টবেঙ্গল।

এর আগে হাইমে স্যান্টোস কোলাডোর বেতন না মেটানোয় ফুটবলার সই করানোর ক্ষেত্রে ফের নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছিল এসসি ইস্টবেঙ্গলকে। পরে স্পেনীয় ওই মিডফিল্ডারের টাকা মিটিয়ে দেওয়ায় শাস্তি মুকুব হয় ক্লাবের।

ওমিদ সিংহ টুইটার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement