নিরাপত্তার ঘেরাটোপের মধ্যেই টিকিটের কালোবাজারি ইডেনে

‘৩ দিয়ে ১০, ৩ দিয়ে ১০৷’ বটতলায়, মেট্রো স্টেশনের বাইরে সকাল থেকে এটাই চলছে৷ “দাদা আপনার কাছে কত নম্বরের টিকিট? আমার একটা ৩ একটা ১০৷ আমারও একই অবস্থা৷ দু’টো দুই গেটে৷ আপনার ৩ নম্বরটা আমাকে দিন আমার ১০টা আপনি নিন৷” এর মধ্যেই চলছে টিকিটের কালোবাজারি৷ সকালে এসপ্ল্যানেড মোর আর রেড রোডের মোরে ৫০০ টাকার টিকিট বিক্রি হচ্ছিল ৪০০০ টাকায়৷

Advertisement

সুচরিতা সেনচৌধুরী

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৬ ১৪:২৪
Share:

ইডেনের বাইরে সমর্থকদের উল্লাস। ছবি: অনির্বাণ সাহা।

‘৩ দিয়ে ১০, ৩ দিয়ে ১০৷’ বটতলায়, মেট্রো স্টেশনের বাইরে সকাল থেকে এটাই চলছে৷ “দাদা আপনার কাছে কত নম্বরের টিকিট? আমার একটা ৩ একটা ১০৷ আমারও একই অবস্থা৷ দু’টো দুই গেটে৷ আপনার ৩ নম্বরটা আমাকে দিন আমার ১০টা আপনি নিন৷” এর মধ্যেই চলছে টিকিটের কালোবাজারি৷ সকালে এসপ্ল্যানেড মোর আর রেড রোডের মোরে ৫০০ টাকার টিকিট বিক্রি হচ্ছিল ৪০০০ টাকায়৷ যদিও পুলিশ পৌঁছে যাওয়ার আপাতত তারা পালিয়েছে৷ কিন্তু মানুষ অত দাম দিয়েও টিকিট কিনছে শেষ বেলায়।

Advertisement

এই শনিবারটা একটু অন্যরকম৷ একটু না অনেকটাই অন্যরকম৷ সকাল থেকেই সাজ সাজ রব৷ সকাল থেকেই শহর আর শহরতলীর সব রাস্তা গিয়ে মিশতে শুরু করেছে ইডেনে৷ এ যেন যুদ্ধ নয় ভারত-পাক উৎসবের প্রস্তুতি৷ প্রস্তুতির অবশ্য শুরু কয়েক দিন আগে থেকেই৷ ঠিক যখন ঘোষণা হল ধর্মশালা থেকে কলকাতায় চলে আসছে বিশ্ব ক্রিকেটের হাই ভোল্টেজ এই ম্যাচ৷ টিকিটের জন্য তখন থেকেই পথে নেমে পড়েছে মানুষ৷ কেউ আবার ল্যাপটপের সামনে৷ কিন্তু শিকে ছেড়েনি সবার ভাগ্যে৷ সেটাও যে লটারি৷ তাই শেষ বেলায় শেষ চেষ্টায় কলকাতার ক্রিকেটপ্রেমীরা৷

সপ্তাহ শেষে তাই লোকাল ট্রেন, মেট্রো, বাসের গতি মন্থর হচ্ছে ইডেন মুখে৷ যদি পাওয়া যায় একটা টিকিট৷ শোনা গিয়েছে বেশ কিছু টিকিট ফেরৎ এসেছে৷ সংবাদ মাধ্যমে প্রচারিত এই খবরে আশা জাগলেও উপায় নেই৷ সে সব তো ভিআইপিদের জন্য ছিল৷ তাও ইডেনমুখো সব রাস্তা অনেক আগে থেকেই বন্ধ করে দেওয়া হলেও, পুরো চত্বর নিরাপত্তার ঘেরাটোপে চলে গেলেও আবেগ ছাপিয়ে যাচ্ছে সব কিছুকে৷ কারও ভাগ্যে জুটেছে হয়তো তিনটে তিন গেটের টিকিট৷ এ বার সেই টিকিট অন্যদের সঙ্গে বদলে নেওয়ার পালা৷ এমন মানুষ জুটেও যাচ্ছে৷ টিকিটের জন্য লম্বা লাইন, ইডেনের সামনে বিক্ষোভ, মহমেডান মাঠের কাউন্টারে ধর্মশালা থেকে আসা টিকিট বদলের হিড়িক সব কিছুকে সামলেই মহারণের সামনে দাঁড়িয়ে মহারাজ যেন অবিচল৷ সকাল থেকেই তাই আবার নেমে পড়েছেন কোমর বেঁধে৷ আজকের দিনটি ভালয় ভালয় উতরে গেলেই যুদ্ধ জয়ের শান্তি৷ ইডেনের অন্দরে তাই আজ অন্য দৃশ্য৷ বাইরে যেমন সমর্থকদের আবেগ আর নিরাপত্তার বজ্র আটুনি৷ অন্দরে তখন শেষ বেলার প্রস্তুতি৷ বুকিদের দরে অবশ্য বেশ খানিকটা এগিয়েই শুরু করছে ভারত। এখন দেখার মাঠে কী পারফর্ম করে ধোনিবাহিনী। অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার।

Advertisement

আরও পড়ুন:
আজ দরকার দুরন্ত সাহস, চাপেই খোলে ধোনির খেলা, বলছেন ইমরান
আফ্রিদিদের কাছে আজ বিরানব্বই বিশ্বকাপের স্মৃতি জাগাতে চান ইমরান

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement