ধোনির ফ্যান যিনি মঙ্গলবার ফেন্সিং টপকে ঢুকে পড়েছিলেন মাঠে। ছবি: পিটিআই।
এটা কোনও নতুন দৃশ্য নয়। ভারতীয় ক্রিকেটের অতীত এই দৃশ্য দেখেছে। সেটা ছিল কখনও সচিন তেন্ডুলকর বা কখনও সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার আবার লেখা হল সেই একই দৃশ্য। এ বার ব্যাক্তিটি মহেন্দ্র সিংহ ধোনি। অধিনায়ক হিসেবে শেষ ম্যাচে নেমেছিলেন। ইংল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে্ মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে। হঠাৎই ফেন্সিং টপকে ঢুকে পড়েন এক সমর্থক। সোজা চলে আসেন পিচের কাছে। এসেই ধোনির পায়ে লুটিয়ে পড়েন। ততক্ষণে নিরাপত্তারক্ষীরা ছুটে এসেছেন। কিন্তু কে আটকায় তাঁকে। শেষ পর্যন্ত গলদঘর্ম হয়ে তাঁকে মাঠ থেকে বাইরে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। যদিও তাঁকে দেখে পিচের বাইরে বেরিয়ে আসেন ধোনি। আর তাঁকেও পিচে ঢুকতে নিষেধ করেন।
সচিন তেন্ডুলকরকে প্রনাম করতে এ ভাবেই মাঠের ভিতর পৌঁছে গিয়েছিলেন সমর্থক।
এরকম অনুশীলন ম্যাচে খুব একটা গ্যালারি ভর্তি হতে দেখা যায় না। কিন্তু আজ ছিল বিশেষ দিন। অধিনায়ক হিসেবে এটাই ছিল ধোনির শেষ ম্যাচ। তাই ভর্তিই ছিল ব্রেবোর্ন স্টেডিয়াম। সবার চোখে ধুলো দিয়ে এক ফ্যান হঠাৎই ঢুকে পড়েন মাঠে। ২০১৩ সালে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে সচিনের সেঞ্চুরির পর এ ভাবেই মাঠের মধ্যে ঢুকে পড়েছিলেন এক ফ্যান। ঢুকেই সোজা সচিনের পায়ে। আর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ঘটনাটি ঘটেছিল আইপিএল-এর ম্যাচে। তখন তিনি পুণে ওয়ারিয়র্সে। ২০১১ সালের ১০ এপ্রিল, হায়দরাবাদের ঘটনা।
আইপিএল-এর কঠিন প্রহরা পেড়িয়ে এ ভাবে ঢুকে পড়া যায় দেখিয়েছিলেন সৌরভের এই ফ্যান।
আরও খবর: নতুন ঝড় তুলবেন, ‘শেষ’ ম্যাচে বুঝিয়ে দিল চাপমুক্ত ধোনির ব্যাট