ঈশ্বরও সবাইকে খুশি করতে পারেন না

বছরের শেষ ম্যাচেও করেছেন দু’গোল। গোলের বিচারে যেমন পিছনে ফেলে দিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বীকে, তেমনই তৃতীয় বার ছিনিয়ে নিয়ে গিয়েছেন ব্যালন ডি’অর। তাতেও ২০১৬-র আগে বিস্ফোরক মেজাজেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৬ ০৩:৪৬
Share:

বছরের শেষ ম্যাচেও করেছেন দু’গোল। গোলের বিচারে যেমন পিছনে ফেলে দিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বীকে, তেমনই তৃতীয় বার ছিনিয়ে নিয়ে গিয়েছেন ব্যালন ডি’অর। তাতেও ২০১৬-র আগে বিস্ফোরক মেজাজেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Advertisement

সিআর সেভেন বলে দিলেন, ‘‘ঈশ্বরও সবাইকে খুশি করতে পারেন না!’’

রোনাল্ডোর হঠাত্ রাগের কারণ অনেকের কাছে রহস্য মনে হলেও ফুটবল বিশেষজ্ঞদের ধারণা, ২০১৬ ফের মেসিকে বিশ্বসেরার সিংহাসনে বসাতে চলেছে। নতুন বছরের প্রথম মাসেই চিরপ্রতিদ্বন্দ্বীর হাতে পঞ্চম বার ব্যালন ডি’অর উঠতে চলেছে ধরে নিয়ে হয়তো আগাম নিজের ক্ষোভ উগরে দিলেন রোনাল্ডো। এক স্প্যানিশ দৈনিকে সাক্ষাত্কারে গরগরে রোনাল্ডো বলেছেন, ‘‘অনেক লোক আছে যারা আমায় পছন্দ করে না। কিন্তু সেটাও আমাকে তাতিয়ে দেয় আরও সাফল্য পেতে। আমি তৈরি হয়েছি বিশ্বসেরা হওয়ার জন্যই।’’

Advertisement

কেরিয়ারের শুরুতে শৃঙ্খলা ভেঙে বহু বার শিরোনামে এসেছিলেন পর্তুগিজ মহাতারকা। তবে এখন সেই রোনাল্ডোর পরিবর্তে এসেছেন নতুন এক জন। যিনি পরিবার ছাড়া বিশেষ কিছু চেনেন না। ধ্যানমগ্ন শুধু ফুটবলেই। এবং এই সব কিছুর কারণ ধরা হচ্ছে সিআর সেভেনের সন্তান ক্রিশ্চিয়ানো জুনিয়র-কে। ‘‘আমার স্বচ্ছ মন। রাত্তিরে শান্তিতে ঘুমোই। অন্যদের সাহায্য করে খুব ভাল লাগে। কে কী ভাবছে সেটা নিয়ে মাথা ঘামালে গেলে তো সারা জীবনটাই চলে যাবে। বাবা হওয়ার পর থেকেই আমি জীবনকে অন্য চোখে দেখি,’’ বলেছেন রোনাল্ডো।

ছোটখাটো সমালোচনাও আগে তাঁর মন খারাপ করলেও দাবি করছেন, এখন কাঁটা বেছানো রাস্তা দিয়ে হাঁটতেও ভয় পান না। কারণ হিসেবে রোনাল্ডো বলছেন, ‘‘আমি নিজের জামা নিজেই গুছিয়েছি ছোটবেলা থেকে। তখন থেকেই মানসিক শক্তি ছিল। এখন আমার মন এত শক্ত কারণ পরিবারকে ছেড়ে অনেক সময় কাটিয়েছি। অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে।’’

রোনাল্ডোর ২০১৬ শুরুই হতে চলেছে তাঁর রিয়াল মাদ্রিদ ভবিষ্যত্ নিয়ে। জল্পনা চলছে, লস ব্ল্যাঙ্কোসের জার্সিতে এটাই হয়তো শেষ মরসুম সিআর সেভেনের। তবে সেই জল্পনা প্রসঙ্গে স্বয়ং তিনি সাফ বলে দিচ্ছেন, ‘‘বদল আমার ভাল লাগে না। সারা জীবনে ফুটবল থেকে যা পেয়েছি তার থেকে বেশি আর কী চাইব!’’ অবসর নেওয়ার পর কী পরিকল্পনা রোনাল্ডোর? তারও জবাব দিয়েছেন— ‘‘ফুটবল বুট তুলে রাখার পর রাজার মতো জীবন কাটাতে চাই। যা যা ভালবাসি তখন সব কিছুই করতে পারব।’’

তবে বিতর্কিত রোনাল্ডোর পিছন বছর শেষেও যেন ছাড়ছে না বিতর্ক। রোনাল্ডোর সাম্প্রতিক মায়ামি সফর নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, তিনি নাকি আর একটা সন্তান চান। ‘সারোগেট’ পদ্ধতিতেই ফের বাবা হতে চান সিআর সেভেন। সেটাই নাকি ছিল তাঁর মায়ামি-সফরের আসল উদ্দেশ্য। এক সূত্র বলেছেন, ‘‘রোনাল্ডো সব সময় বলে এসেছে আরও একটা সন্তান চায়। হয়তো সেই গুরুত্বপূর্ণ কারণেই বড়দিনে পরিবারের থেকে এত দূরে ছিল ও। গত বার এই সময় ওর সঙ্গে মা না থাকলেও অন্তত ক্রিশ্চিয়ানো জুনিয়র ছিল। এ বার তো পুরো ক্রিসমাস একাই কাটাল রোনাল্ডো। খুব গুরুত্বপূর্ণ কোনও কারণ না থাকলে নিশ্চয়ই এমনটা করত না!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement