মেয়েদের অ্যাশেজে নজির এলিসার

ক্রিকেট ছাড়া ফুটবল বিশ্বকাপেও খেলেছেন এলিসা। প্রথম ইনিংসে ইংল্যান্ড ব্যাট করে ২৮০ রান করে। জবাবে তৃতীয় দিনে অস্ট্রেলিয়া ৪৪৮-৯ রানে ডিক্লেয়ার করে। দিনের শেষে ইংল্যান্ড ৪০-০। ক্রিজে রয়েছেন ট্যামি বিউমন্ট ও লৌরেন উইনফিল্ড। দ্বিতীয় ইনিংসে ১২৮ রানে পিছিয়ে সারা টেলর-রা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৭ ০২:৫৫
Share:

ছবি: সংগৃহীত।

মেয়েদের অ্যাশেজের একমাত্র টেস্টে ২১৩ রানের ইনিংস খেলে নজির অস্ট্রেলিয়ার ক্রিকেটার এলিসা পেরির। ইংল্যান্ডের বিরুদ্ধে নর্থ সিডনি ওভালে দিন-রাতের টেস্টের তৃতীয় দিনে ৩৭৪ বলে ২৬টি চার ও একটি ছয় মেরে তিনি এই রেকর্ড গড়লেন।

Advertisement

ক্রিকেট ছাড়া ফুটবল বিশ্বকাপেও খেলেছেন এলিসা। প্রথম ইনিংসে ইংল্যান্ড ব্যাট করে ২৮০ রান করে। জবাবে তৃতীয় দিনে অস্ট্রেলিয়া ৪৪৮-৯ রানে ডিক্লেয়ার করে। দিনের শেষে ইংল্যান্ড ৪০-০। ক্রিজে রয়েছেন ট্যামি বিউমন্ট ও লৌরেন উইনফিল্ড। দ্বিতীয় ইনিংসে ১২৮ রানে পিছিয়ে সারা টেলর-রা।

আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম তিন-অঙ্কে পৌঁছলেন এলিসা। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯৫ তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রান। অস্ট্রেলিয়ার ৫৪-২ হওয়ার পরে ব্যাট করতে যান তিনি। তার পরে অস্ট্রেলিয়াকে আর ঘুরে তাকাতে হয়নি। পাকিস্তানের কিরন বালুচের ২৪২ ও মিতালি রাজের ২১৪ রানের ঠিক পরেই তালিকায় জায়গা করে নিয়েছেন এলিসা। প্রথম তিনটি ওয়ান ডে তে ২-১ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচটি জিততে পারলেই আরও এক বার অ্যাশেজে দাপট দেখাবে এলিসার দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement