Australian Open 2024

বিশ্বরেকর্ড! ৪২ পয়েন্টের টাইব্রেকার, ইতিহাস অস্ট্রেলিয়ান ওপেনে, লড়াই শেষে অঘটন অবাছাইয়ের

ভেঙে গেল সব নজির। গ্র্যান্ড স্ল্যামে মহিলাদের টেনিসে দীর্ঘতম টাইব্রেকারের সাক্ষী থাকল অস্ট্রেলিয়ান ওপেন। শেষ পর্যন্ত বাজিমাত করলেন অবাছাই খেলোয়াড়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৪ ১৮:১৫
Share:

অঘটন ঘটিয়ে উল্লাস অ্যানা ব্লিঙ্কোভার। ছবি: রয়টার্স

টাইব্রেকারে পেন্ডুলামের মতো দুলল খেলা। এক বার ম্যাচ পয়েন্ট পেলেন এলিনা রিবাকিনা তো পরের মুহূর্তেই ম্যাচ পয়েন্টে দাঁড়িয়ে পড়লেন অ্যানা ব্লিঙ্কোভা। গ্র্যান্ড স্ল্যামে মহিলাদের টেনিসে দীর্ঘতম টাইব্রেকারের সাক্ষী থাকল অস্ট্রেলিয়ান ওপেন। শেষ পর্যন্ত বাজিমাত করলেন অবাছাই ব্লিঙ্কোভা। মহিলাদের তৃতীয় বাছাই রিবাকিনাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠলেন তিনি।

Advertisement

রিবাকিনার বিরুদ্ধে প্রথম সেট জিতেছিলেন ব্লিঙ্কোভা (৬-৪)। তখনই অঘটনের গন্ধ পাওয়া গিয়েছিল। কিন্তু পরের সেটে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন রিবাকিনার। ৩-৫ পিছিয়ে থাকা অবস্থা থেকে ৬-৪ গেমে সেট জেতেন তিনি। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেও পিছিয়ে পড়েছিলেন কাজাখস্তানের রিবাকিনা। ৪-১ এগিয়ে গিয়েছিলেন রাশিয়ার ব্লিঙ্কোভা। ১০ পয়েন্টের টাইব্রেকারে আগে ১০ পয়েন্টে পৌঁছে যান ব্লিঙ্কোভা। কিন্তু দুই পয়েন্টের ব্যবধান না হওয়ায় খেলা এগিয়ে যায়। তার পরেই নাটক।

এক বার রিবাকিনা এগোচ্ছিলেন, তো এক বার ব্লিঙ্কোভা। কেউ হার মানছিলেন না। ধীরে ধীরে টাইব্রেকারের সময় এগোচ্ছিল। এক একটা সময় মনে হচ্ছিল, এই বুঝি এক জন জিতবেন। কিন্তু কিছুতেই দুই পয়েন্টের ব্যবধান হচ্ছিল না। শেষ পর্যন্ত ২০-২১ পিছিয়ে থাকা অবস্থায় আনফোর্সড এরর করেন রিবাকিনা। সহজ শট বাইরে মারেন তিনি। তাতেই ২২-২০ টাইব্রেকার জিতে ম্যাচ জিতে যান ব্লিঙ্কোভা।

Advertisement

গ্র্যান্ড স্ল্যামে এর আগে দীর্ঘতম টাইব্রেকার হয়েছিল গত বছর উইম্বলডনের তৃতীয় রাউন্ডে। রোমানিয়ার অ্যান বোগদানকে ২০-১৮ পয়েন্টে হারিয়েছিলেন ইউক্রেনের লেসিয়া সুরেঙ্কো। সেই রেকর্ড ভেঙে গেল অস্ট্রেলিয়ান ওপেনে। ইতিহাস তৈরি হল মহিলাদের টেনিসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement