গোয়ার কর্ণধারকে মারধরের অভিযোগে গ্রেফতার এলানো

আইএসএল ফাইনালও যেমন নাটকীয় ছিল, তেমনি ম্যাচ শেষে মাঠের বাইরেও নাটকের কমতি ছিল না। চেন্নাইয়ের কাছে ৩-২ গোলে হারার পর গোয়ার সঙ্গে নাটক চরমে ওঠে।

Advertisement
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৫ ১১:৩২
Share:

আইএসএল ফাইনালও যেমন নাটকীয় ছিল, তেমনি ম্যাচ শেষে মাঠের বাইরেও নাটকের কমতি ছিল না। চেন্নাইয়ের কাছে ৩-২ গোলে হারার পর গোয়ার সঙ্গে নাটক চরমে ওঠে। গোয়ার অন্যতম কর্ণধার দত্তরাজ সালগাঁওকরকে আক্রমণ এবং গালাগালি দেওয়ার অভিযোগ ওঠে চেন্নাইয়ের মার্কি প্লেয়ার এলানোর বিরুদ্ধে। মারগাঁও থানায় এলানোর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দত্তরাজ। অভিযোগ পেয়েই ফাতোর্দা স্টেডিয়ামে পৌঁছয় পুলিশ। এখানেও ফের শুরু হয় নাটক। প্রায় তিন ঘণ্টা ড্রেসিং রুমের বাইরে দাঁড়িয়ে থাকতে হয় পুলিশকে। ড্রেসিং রুমের বাইরে এলানো দীর্ঘ ক্ষণ না বেরোনোয় পুলিশের তরফ থেকে বিষয়টি আইএসএল-এর আধিকারিকদের জানানো হয়। পাশাপাশি, পুলিশের তরফ থেকে এটাও বলা হয়, ওই ব্রাজিলীয় মিডফিল্ডার যদি ড্রেসিং রুম থেকে না বেরোন, তা হলে বাধ্য হয়েই তারা সেখানে ঢুকবেন। এই ঘটনার পাঁচ মিনিটের মধ্যেই এলানো বাইরে আসেন। তাঁকে গ্রেফতার করে স্থানীয় থানায় নিয়ে যায় পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, এলানোর বিরুদ্ধে বাধা দেওয়া, গালাগালি এবং আক্রমণের জন্য বেশ কয়েকটি ধারায় মামলা করা হয়েছে। পাশাপাশি, তাঁর পাসপোর্টও জমা দিতে বলেছে পুলিশ। তবে এ দিন জামিন পেয়ে যান এলানো।

ওই দিন ম্যাচ শেষে পুরস্কারও বয়কট করে গোয়া। ম্যাচের দুই নায়ক ইয়োফ্রে গোঞ্জালেজ এবং রোমিও ফার্নান্ডেজের নাম ঘোষণা করা হলেও মাঠে কেউই পুরস্কার নিতে আসেননি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো নাটকীয়তায় মোড়া ছিল।

Advertisement

গোয়ার কর্ণধার দত্তরাজ জানিয়েছেন, রেফারিং এবং তাঁর উপর আক্রমণের প্রতিবাদেই পুরস্কার বয়কট করেন তাঁরা। তিনি আরও বলেন, “ম্যাচ শেষে আমি যখন ডাগ আউটে ফিরে যাচ্ছি, সেই সময় এলানোকে কাছে দেখতে পেয়ে তাঁকে অভিনন্দন জানাতে গিয়েছিলাম। কিন্তু সে আমার দিকে তেড়ে আসে। এমনকী মারধরও করে।”

এই সংক্রান্ত আরও খবর...

হাবাসের ভুলগুলো করেই ফাইনালে ডুবলেন জিকো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement