তখন জমে উঠেছে খেলা। নিজস্ব চিত্র
সুপার সিক্সে খেলার স্বপ্ন নিয়ে দু’পক্ষই মাঠে নেমেছিল। শুক্রবারের খেলায় রেলওয়ে ফুটবল ক্লাবকে ২-১ গোলে হারিয়ে দিল ইস্টার্ন রেলওয়ে।
প্রথম থেকেই রেলওয়ে এফসি-কে চাপে রেখেছিল ইস্টার্ন রেল। তবে প্রথমার্ধে কোনও পক্ষই গোল করতে পারেনি। খেলার ৪৯ মিনিটের মাথায় ইস্টার্ন রেলের হয়ে প্রথম গোলটি করেন সমন্বয় চট্টোপাধ্যায়। ফের ৭০ মিনিটের মাথায় তাদের হয়ে দ্বিতীয় গোল করেন গৌরব ছেত্রী। শেষের দিকে একটু হলেও ঘুরে দাঁড়ায় রেলওয়ে এফসি। ৮০ মিনিটের মাথায় তাদের হয়ে এক মাত্র গোলটি করেন প্রত্যয় পাল। এর ফলে ইস্টার্ন রেলের পয়েন্ট বেড়ে হল ১৫ এবং রেলওয়ে এফসি-র থাকল ১৮ পয়েন্ট।
ইস্টার্ন রেলের কোচ সজল দে বলেন, “সুপার সিক্সে খেলাই এখন আমাদের মূল লক্ষ্য। এ দিন আমাদের ছেলেরা ভাল খেলেছে।” রেলওয়ে এফসি-র কোচ সমীরণ পাল বলেন, “আমার দলের আট জন খেলোয়ার আঘাত পেয়েছে। তারা খেলতে পারেনি। যারা ভাল অবস্থায় রয়েছে, তাদেরও সবাইকে মাঠে নামানো হয়নি। কারণ সুপার সিক্সের জন্য লড়াই এখন আমাদের প্রধান লক্ষ্য।” কলকাতা থেকে দূরে হওয়া সত্ত্বেও রানাঘাটের মাঠের প্রশংসা করেন দুই দলের কর্তারাই।
রানাঘাট স্টেডিয়াম কমিটি এবং রানাঘাট পুরসভার ব্যবস্থাপনায় কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগের এই খেলা ছিল এই মরসুমে এই মাঠে তৃতীয় খেলা। গত মঙ্গলবার সাই-কে এক গোলে হারিয়ে দিয়েছিল খিদিরপুর স্পোর্টস ক্লাব। শুক্রবার ইউনাইটেড স্পোর্টসকে তিন গোলে হারায় টালিগঞ্জ অগ্রগামী।