মহড়া: অনুশীলনে রবিন, নায়ারণ, পেইন। ছবি: সুদীপ্ত ভৌমিক।
চেন্নাই রওনা হওয়ার চব্বিশ ঘণ্টা আগে ফের বিপর্যয় লাল-হলুদ শিবিরে। অনুশীলনে চোট পেয়ে এ বার ছিটকে গেলেন কেভিন লোবো।
বৃহস্পতিবার সকালে সল্টলেকের সেন্ট্রাল পার্কে প্র্যাক্টিস ম্যাচে অর্ণব মণ্ডলের ট্যাকলে ডান হাঁটুতে চোট পান লোবো। বছর দেড়েক আগেই বাঁ হাটুতে চোট পেয়েছিলেন তিনি। অস্ত্রোপচারের পরে মাঠে ফিরে নিয়মিত অনুশীলনও করছিলেন। মাঝমাঠের সমস্যা দূর করতে চেন্নাইগামী দলে লোবো-কে রেখেছিলেন কোচ ট্রেভর জেমস মর্গ্যান। কিন্তু এ দিন চোট পেয়ে ফের ছিটকে গেলেন তিনি। লাল-হলুদ কোচ অবশ্য বলছেন, ‘‘ধীরে ধীরে ম্যাচ ফিট হয়ে উঠছিল লোবো। তবে মনে হয় না ওর এই চোটটা গুরুতর।’’
যদিও চোট নিয়েই আজ, শুক্রবার দলের সঙ্গে চেন্নাই যাচ্ছেন ইভান বুকেনিয়া ও গুরবিন্দর সিংহ। এ দিন অনুশীলনের পর দুই ডিফেন্ডারকেই দেখা গেল গোড়ালিতে আইসপ্যাক বেঁধে বসে থাকতে। কিন্তু এই মুহূর্তে দলের রক্ষণের যা হাল তাতে বুকেনিয়া ও গুরবিন্দর-কে বিশ্রাম দেওয়ার ঝুঁকিও নিতে পারছেন না ইস্টবেঙ্গল কোচ।
চোট-সমস্যার পাশাপাশি মর্গ্যানের উদ্বেগ বাড়াচ্ছে চেন্নাইয়ের মাঠ। আইএসএলের পর রক্ষণাবেক্ষণের অভাবে জওহরলাল নেহরু স্টেডিয়ামের মাঠের অবস্থা খুব খারাপ। বিভিন্ন জায়গায় ঘাস উঠে গিয়েছে। মর্গ্যান বললেন, ‘‘চেন্নাইয়ের মাঠের অবস্থা খুব একটা ভাল নয়। তবে আমরা এই মুহূর্তে জেতা ছাড়া কিছুই ভাবছি না।’’
চার্চিল ব্রাদার্সের কাছে হারের ধাক্কা কাটিয়ে উঠতে মরিয়া লাল-হলুদ কোচ দলে বেশ কয়েকটি পরিবর্তনের ইঙ্গিতও দিয়েছেন। দীর্ঘদিন পরে দলে ফিরছেন মিডফিল্ডার বিকাশ জাইরু। তবে খারাপ পারফরম্যান্সের কারণে বাদ পড়লেন ডিফেন্ডার আনোয়ার আলি। চার্চিলের বিরুদ্ধে আগের ম্যাচে বুকেনিয়া-আনোয়ারই ছিলেন রক্ষণে। তাঁদের ভুলেই যে গোল খেতে হয়েছিল তা মেনে নিয়েছেন মর্গ্যান। বললেন, ‘‘চার্চিলের বিরুদ্ধে বাজে গোল খেয়েছি আমরা। রক্ষণের ভুলে ছয় পয়েন্ট নষ্ট হয়েছে আমাদের।’’
চার্চিল ম্যাচে বিতর্কে জড়িয়ে পড়ার জন্য চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছে না সহকারী কোচ ওয়ারেন হ্যাকেট-কেও। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে রেফারি সন্তোষ কুমারকে নিগ্রহ করার অভিযোগ জানিয়ে রিপোর্ট জমা দিয়েছেন ম্যাচ কমিশনার। ফলে নির্বাসিত হওয়ার সম্ভাবনা প্রবল মর্গ্যানের সহকারীর। ইস্টবেঙ্গল অবশ্য ফেডারেশন সিদ্ধান্ত ঘোষণার আগেই শাস্তি দিল হ্যাকেট-কে!