ঘুষ কাণ্ডে দোষী সাব্যস্ত ইস্টবেঙ্গল টিডি সুভাষ ভৌমিক। —ফাইল চিত্র।
প্রাক্তন ফুটবলার এবং বর্তমান ইস্টবেঙ্গল টেকনিক্যাল ডিরেক্টর সুভাষ ভৌমিককে আজ স্পেশাল সিবিআই জাজ (আলিপুর) দোষী সাব্যস্ত করলেন। স্পেশাল সিবিআই আদালতের বিচারক তাঁকে ৩ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন। তার কিছু পরই অবশ্য জামিনের আবেদন করেন সুভাষ ভৌমিক। বিচারক সেই আবেদন মঞ্জুরও করেছেন।
২০০৫ সালে সিবিআই দুর্নীতি দমন শাখা সুভাষ ভৌমিককে গ্রেফতার করে। তিনি সেন্ট্রাল কাস্টম এবং এক্সাইজের সুপারিটেন্ডেন্ট পদে কর্মরত ছিলেন সে সময়।
সিবিআই সূত্রে খবর, সে সময় কলকাতার একটি কোম্পানিকে কিছু সুযোগ পাইয়ে দেওয়ার বিনিময়ে ৪ লক্ষ টাকা দাবি করেন। শেষ পর্যন্ত দেড় লক্ষ টাকায় রফা হয়। ওই কোম্পানির কাছ থেকে সেই টাকা যখন নিচ্ছিলেন, তখনই হাতেনাতে সিবিআই অফিসারেরা তাঁকে গ্রেফতার করেন। পরে তিনি জামিন পেয়ে যান। কিন্তু জামিন হওয়ার পরও মামলা চলছিল।
সেই মামলাতেই আজ দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।