বর্ষার মাঠ ভাবাচ্ছে বিদেশি আমনাকে

তাঁকে নিয়ে লাল-হলুদ সমর্থকদের উন্মাদনা দেখে মুগ্ধ হলেও আমনার উদ্বেগ বাড়িয়েছে কলকাতার বৃষ্টি। প্র্যাকটিসের পরে তিনি বললেন, ‘‘প্রথম দিন অনুশীলন করে দারুণ লাগল। তবে বৃষ্টিতে মাঠ ভারী হয়ে যাওয়ায় কিছুটা চিন্তিত।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৭ ০৫:১৭
Share:

অনুশীলনে প্রথম দিন আমনা। ছবি: সুমন বল্লভ

কলকাতায় পা দেওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে অনুশীলনে নেমে পড়লেন লাল-হলুদের নতুন বিদেশি মহম্মদ আল আমনা।

Advertisement

রবিবার বিকেলে প্রবল বৃষ্টির মধ্যেও ইস্টবেঙ্গল মাঠে আমনাকে দেখতে হাজির ছিলেন শ’খানেক সমর্থক। প্রথম দিন মাঠে নেমে পুরো অনুশীলন অবশ্য করেননি গত মরসুমে আইজল এফসি-র আই লিগ জয়ের অন্যতম নায়ক। ফিজিক্যাল ট্রেনার গার্সিয়া মিরান্দার কাছে চল্লিশ মিনিট ফিটনেস ট্রেনিং করেই উঠে যান তিনি। তবে তাঁকে নিয়ে লাল-হলুদ সমর্থকদের উন্মাদনা দেখে মুগ্ধ হলেও আমনার উদ্বেগ বাড়িয়েছে কলকাতার বৃষ্টি। প্র্যাকটিসের পরে তিনি বললেন, ‘‘প্রথম দিন অনুশীলন করে দারুণ লাগল। তবে বৃষ্টিতে মাঠ ভারী হয়ে যাওয়ায় কিছুটা চিন্তিত।’’

কলকাতা ময়দানে আমনার অভিষেকের দিনেই আইএসএল ড্রাফ্‌টিংয়ে বিক্রি না হওয়া ফুটবলারদের নেওয়ার ভাবনা শুরু হয়ে গেল দুই প্রধানে। রবিবার মুম্বইয়ে আইএসএল ড্রাফ্‌টিংয়ে গৌরমাঙ্গি সিংহ, রহিম নবি, সন্দীপ নন্দী, দেবব্রত রায়, ডেনসন দেবদাস, অভিষেক দাস-সহ একাধিক ফুটবলার অবিক্রীত থেকে গিয়েছেন। ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বললেন, ‘‘কোচ খালিদ জামিল যদি মনে করেন ফুটবলার প্রয়োজন তখন আমরা ভাবনাচিন্তা শুরু করব।’’

Advertisement

মোহনবাগানের প্রাক্তন অধিনায়ক ও ফুটবল সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায় খোলাখুলিই বললেন, ‘‘অবশ্যই আইএসএল ড্রাফ্‌টিংয়ে অবিক্রীত ফুটবলারদের নেওয়ার পরিকল্পনা আমাদের রয়েছে।’’ রবিবারই গত তিন বছর চেন্নাইয়িন এফসি-র হয়ে আইএসএলে খেলা বাঙালি ডিফেন্ডার অভিষেক দাসকে চূড়ান্ত করে ফেলল মোহনবাগান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement